পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ রণজিৎ সিংহের প্রাধান্য প্রতিষ্ঠ হইতে মুলতান, কাশ্মীর এবং পেশোয়ার অধিকার । >bre>ー>br R○-R8 | বিষয় 〉や8ー&・ミ ১৮০৯ –সন্ধি সত্বেও রণজিৎ সিংহের প্রতি ইংরাজদিগের আবিশ্বাস, ইংরাজদিগের প্রতি রণজিৎ সিংহের সন্দেহ, রণজিৎ সিংহ এবং ইংরাজদিগের পরস্পর অবিশ্বাস ক্রমশঃ বিদূরিত হইল, রণজিৎ সিংহ কর্তক কাওড়া অধিকার, এবং তৎকর্তৃক শতদ্রুর পশ্চিম তীরে গুখ দিগের ক্ষমতা সীমাবদ্ধ, পঞ্জাব অধিকার সঙ্কল্পে গুখ1 এবং ইংরাজদিগের মিলনের জন্য, ইংরাজ প্রতিনিধির নিকট গুখ* সেনাপতির প্রস্তাব উত্থাপন, ১৮১১ –নেপাল সেনাপতিকে বাধা প্রদানের জন্ত রণজিৎ সিং শতদ্রু অতিক্রম করিতে পারেন, তৎসম্বন্ধে রণজিৎ সিংহের নিকট বৃটিশ গবর্ণমেণ্টের অভিপ্রায় জ্ঞাপন, ১৮১৩ –শিখদিগের বিরুদ্ধে ইংরেজদিগের সন্ধি স্থাপনের জন্য উমার সিং থাপ্পার প্রস্তাব উত্থাপন, ১৮১৪১৫—ইংরাজ এবং গুখাদিগের যুদ্ধ, কটোচের সংসার চাদ, রণজিৎ সিং এবং ইংরাজগণ, ১৮০৯-১০ —আফগানিস্থান হইতে সা স্বজার বহিষ্কার, রণজিৎ সিংহের অবিশ্বাস এবং মন্ত্রণ", ১৮১০ —সাজুজার সহিত মহারাজের সাক্ষাৎ হইল বটে ; কিন্তু কোন বন্দোবস্ত স্থির হইল না, রণজিৎ সিংহের মুলতান আক্রমণ এবং কৃতকার্যতা লাভে পরামুখ, মুলতান আক্রমণের জন্য ইংরাজদিগের সাহায্য প্রার্থনা, ১৮১০-১২ —সা স্বজ কর্তৃক পেশোয়ার এবং মুলতান আক্রমণ এবং কাশ্মীরে তাহার কারাদণ্ড, ১৮১১ –সী মামুদের সহিত রণজিৎ সিংহের সাক্ষাৎ, অন্ধ সা জামানের লাহোরে ক্ষণকাল বিশ্রাম, ১৮১২ – সা সুজার পরিবারবর্গের লাহোরে প্রস্থান, সা স্বজার নামে মহারাজের স্বার্থসাধন, কাবুলের উজীর ফতে খাঁর সহিত রণজিৎ সিংহের সাক্ষাৎ, –ফতে খার সহায়তায় উজারের কাশ্মীর আক্রমণ, ১৮১৩ –ফতে খার কৌশলক্রমে শিখজাতি প্রতারিত ; ফতে খাঁ কর্তৃক মেমুদ্র অধিকার, রণজিৎ সিংহের আটক অধিকার ; রণজিৎ সিংহের সহিত সা স্বজাঁর সন্মিলন, মোকুম চাদের নিকট কাবুলের উজারের পরাজয় স্বীকার, ১৮:৩-১৪ -রণজিৎ সিংহের “কোহিমুর"