পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ፃb” শিখ-ইতিহাস নাই, এক্ষণে সেই মতবিরোধ অছিলায় ইংরাজগণের বিরুদ্ধাচরণে মহারাজের সহিত তাহার সম্মিলন অসম্ভব।৬৩ এবার অবহেলা ও অবমাননার জন্য লর্ড এলেনবরা প্রকৃতই কুব্ধ হইলেন ; কিন্তু না জানিয়াই তাহার প্রতি এইরূপ অবমাননা প্রদর্শিত হইয়াছিল । তাহার ক্রোধ সহজে প্রশমিত হইবার নহে। কিন্তু প্রকৃত ভাবী উত্তরাধিকারী সমভিব্যাহারে আগমন করিয়া স্বয়ং মন্ত্রী যখন ক্ষম। প্রার্থনা করিলেন, তখন এলেনবরার অসন্তোষের সকল কারণই অন্তহিত হইল। ১৮৪৩ খ্ৰীষ্টাবো জানুয়ারী মাসের প্রারম্ভে সৈন্য-দল-ভঙ্গের নির্দিষ্ট সময় আসিল ; গবর্ণর-জেনারেল দূরতর দেশ হইতে আগত যুদ্ধ-ক্লিষ্ট সৈন্যগণকে আর অধিককাল তথায় রাখিতে ইচ্ছা করিলেন না । এইরূপে শের সিংহের সহিত সাক্ষাৎ হইল না ; কিন্তু লর্ড এলেনবরা অল্পবয়স্ক বালক-যুবরাজ প্রতাপসিংহের সহিত সাক্ষাৎ করিলেন। যখন বন্যার জলে সিন্ধুনদের উভয় কুল প্লাবিত ৬৩। অনেকবার রাজা ধীয়ান সিং এবং মহারাজ উভয়ে ইংরাজদিগের আক্রমণের বিষয় প্রকাশ করিয়াছিলেন। ( দৃষ্টান্তস্বরূপ, ১৮৪২ খৃষ্টাব্দের ২রা জানুয়ারী গবর্ণমেণ্টের বরাবর মি ক্লার্কের পত্র স্রষ্টব্য। ) ব্রিটিশ গবর্ণর-জেনারেল এবং মহারাজের সাক্ষাতে, ধীয়ান সিং বিরক্তি প্রকাশ করিয়াছিলেন। কলিকাতা রিভিউয়ের প্রবন্ধ লেখক, ( No. ii, p. 493 of the Calcutta Review )—তাহী স্বীকার কঞ্জিয়াছেন। এই সমালোচক তৎকালে শের সিংহের উদ্বেগের কথাও বর্ণনা করিয়াছেন ; কিন্তু তাহার মতে, শের সিংহ অকপটে ইংরাজদিগের আশ্রয়ে থাকিতে অভিলাষী ছিলেন। যদি তিনি নৃশংস হত্যাকাও হইতে আপনাকে সম্পূর্ণরূপে নিরাপদ মনে করিতেন এবং সর্বপ্রকার বিপদ সম্ভাবনা জানিয়া যদি লর্ড এলেনবরা তাহাকে লাহোর সিংহাসন প্রতিষ্ঠত রাখিতেন, তাহা হইলে তিনি নিশ্চয়ই ইংরাজদিগের আশ্রয় গ্রহণ করিতেন। সিন্ধুর আমীরগণের সহিত যে সন্ধি প্রস্তাব হয়, তাহ শত্রুতামূলক ও সন্দেহজনক। তষিয়ে onta Fe stoo footh oxy (See Thornton’s “History of India” vi. 447. M যাহা হউক, এই সমুদায় অপরাধের কৈফিয়ৎ প্রদানের জন্ত, শিখগণ কখনও আহূত হয় নাই। সরদার লেহন সিং যে মত-বিরোধের কারণ হইয়াছিলেন, তাহা সংক্ষেপে নিম্নে প্রদত্ত হইল :– সীমান্ত প্রদেশে গবর্ণর-জেনারেলের আগমনে, প্রচলিত আচার-প্রণালী অনুসারে ঐ সর্দার উাহার অভ্যর্থনার জন্য প্রেরিত হন। তখন এইরূপ বন্দোবস্ত হয় যে, গভর্ণর-জেনারেল লুধিয়ানার সর্দারকে সমাদর করিবেন ; এতদৰ্থে দিন ও সময় নির্দিষ্ট হয় ; এবং সকল বন্দোবস্তই যথোচিত ভাবে স্বস্থির হইয়া যায়। মি. ক্লার্ক স্বয়ং রাজার সহিত সাক্ষাৎ করিয়া, তাহাকে গভর্ণর-জেনারেলের নিকট আনয়ন করিতে গমন করেন। তাহার প্রতি এইরূপ আদেশে ছিল যে, শিখদিগের শিবির অভিমুখে তিনি অৰ্দ্ধপথ গমন করিবেন। সর্দার ভাবিলেন অথবা বুঝিলেন,—মি. ক্লার্ক তাহার শিবির মধ্যে আসিবেন , সুতরাং তিনি নিশ্চিন্তু মনে বসিয়া রহিলেন। এদিকে মি. ক্লার্ক দুই ঘণ্টা বা ততোধিক কাল অর্ধপথে সর্দারের জন্ত প্রতীক্ষা করিতে লাগিলেন। লর্ড এলেনৰর মনে করিলেন, সর্দারের এই আপত্তি DDDDDB BBBBBS BDD DDBBBBD DDD DDD DD DDDBB BBBB DDDBBS DBBB DDBSDDDD BBBB BBBBB BDDDD DBB BBBS SS0SDD DDBBB DDD DDS DS ক্লার্কের বরাবর গবরমেন্টের পত্র দ্রষ্টব্য।) গবৰ্ণৱ-জেনারেলের শিবিরে যুশিত লেহন সিংহকে পরিচালন DBDB BBDB BBDDB BD DDB BBDDD BB BBDDDD DBB DBBBBDD DDDS DDDD दिनषजाश्री कब्रिब्राहिल : निज थडू ७वर हेरद्धांजगन ऎछड़ गएकब्रहे जविचांग-खांजन कब्रिवांब कब्रनांब्रहे. সেই ব্যক্তি এরূপ কাজ করিয়াছিল। ձի -