পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b*२ শিখ-ইতিহাস করিলেন ; কিন্তু যাবতীয় খালসা" সৈন্যদল সমবেত দেখিয়া, হীরা সিংহের দূতের কার্যকলাপ পরিহার করিয়া তিনি তৎক্ষণাৎ ইংরাজ রাজ্যে প্রবেশ করিলেন ।19 নূতন মন্ত্রী মাসিক দুই টাকা আট আনা অর্থাৎ পাঁচ শিলিং হারে প্রত্যেক সৈন্তের বেতন বৃদ্ধি করিয়া দিলেন। পূর্বে যাহা বাকী পড়িয়ছিল, তাহাও তিনি পরিশোধ করিলেন । সৈন্যগণ ভাবিল, তাহারাই রাজ্যের অধিপতি ; তাহারা অর্থ সংগ্ৰহ করিতে লাগিল, অথবা জাম্ম-দলপতিগণকে বিতাড়িত এবং পূর্ববর্ণিত ভাই বীরসিংহকে ধর্মযাজক ও রাজপদে প্রতিষ্ঠিত করিবার ভীতি প্রদর্শন করিয়া সর্বসাধারণের নিকট বিশেষ সম্মানার্হ ও ভয়প্রদ হইতে চেষ্টা করিল।” ১ বালক মহারাজার মাতুল জোঁয়াহির সিং যথাসাধ্য সর্বোচ্চ পদ অধিকার করিলেন , কিন্তু মন্ত্রীর পরিবারবর্গের মধ্যে একতা রহিল না। যুবক, যুদ্ধে অনভিজ্ঞ এবং কার্যে অপটু ভ্রাতুষ্প ত্রের প্রাধান্য লাভে মর্মাহত হইলেন। প্রভুত্ব লাভের জন্য স্বচেৎ সিং একটি দল সংগঠন করিলেন ।৭২ সাহায্যের জন্য যুৰক উজীর পিতৃব্য গোলাপ সিংহের আশ্রয় অবলম্বন করিলেন ; সেই স্বচতুর নরপতি, যখন অপরের মতালম্বী হইতেন, অথবা কার্য সম্পন্ন করিতেন, তখন যে কেহ উচ্চপদে প্রতিষ্ঠিত থাকিত, তাহাকে গ্রাহ করিতেন না । কিন্তু শিখগণ তখনও তাহার প্রতি অসন্তুষ্ট ; পাছে তিনি প্রত্যেক দুর্গ নিজ সৈন্য পরিপূর্ণ করিতে চেষ্টা করেন, এই জন্য র্তাহার প্রতি তাহারা ঈর্ষাপরবশ ছিল। পরন্তু গোলাপ সিং নিজ কার্য-প্রণালীতে বিশেষ সতর্কতা অবলম্বন করিয়াছিলেন। ১০ই নবেম্বর তারিখে লাহোর পৌঁছিবার পূর্বে তিনি একমাত্র জোয়াহীর সিংহ ব্যতীত অপরাপর সকল পক্ষের সহিতই মিত্রতা-স্থাপন পূর্বক তাহাদের অনুগ্রহভাজন হইতে চেষ্টা করিলেন । তিনি জোয়াহীর সিংহকে অকৰ্মণ্য বলিয়া ঘৃণা করিতেন ॥৭৩ তাহার এই ব্যবহারে জোহীর ক্রুদ্ধ হইলেন ; মহারাজের সহিত র্তাহার সম্বন্ধ থাকায়, র্তাহার নিকট সর্বদা গতায়াতের সুবিধা পাইয়া, "রিভিউ” বা সৈন্য-পরিদর্শন উপলক্ষে বালক মহারাজকে ক্রোড়ে লইয়া জোয়াহীর সিং পরিদর্শন-ক্ষেত্রে গমন করিলেন। তথায় উপনীত হইয়া, জন্ম র রাজগণেকে পদচ্যুত করিতে জিদ করিয়া, তিনি সমবেত সৈন্যগণকে বলিলেন,—যদি তাহার প্রস্তাবে তাহারা অসম্মত হয়, তাহা হইলে তাহীদের ভাবী রাজা তাহার ভ্রাতুষ্পুত্রকে লইয়া, তিনি ইংরাজ রাজ্যেপলায়ন করিবেন। কিন্তু ইংরাজদিগের নিকট হইতে সাহায্য গ্রহণের কল্পনা স্বাধীন জাতি ও স্বাধীন সৈনিক পুরুষ শিখজাতির পক্ষে একান্ত অসন্তোষজনক বিধায়, জোয়াহীর সিং তৎক্ষণাৎ কারারুদ্ধ হইলেন। পূর্বে ৭• । লেফটেনাণ্ট-কর্ণেল রিচর্মণ্ডের পত্র ঃ ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের ২১শে সেপ্টেম্বর হইতে ২রা অক্টোবর পর্বত্ত । ৭১৬৭ ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের ২৬শে সেপ্টেম্বর তারিখের, গবর্ণমেন্টের বরাবর লেফটেনাণ্ট-কর্ণেল রিচমণ্ডের পত্র। ৭২। ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের ১৬ই এবং ২২শে অক্টোবর তারিখে লিখিত গবৰ্ণমেণ্টের বরাবর লেফটেনাণ্টকর্ণেল রিচমণ্ডের পত্র। ৭৩। রিচমণ্ডের পত্র ঃ ১৮৪৩ খৃঃ, ২৬শে সেপ্টেম্বর ও ১৬ই নবেম্বর।