পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е শিখ-ইতিহাস কোন সময়ে তিনি আতি অবিগৃহ্যকারীর ন্যায় কার্য করিতেন এবং একই সময়ে অত্যধিক কার্যপাধনে চেষ্টত হইলেন। সম্ভবতঃ তিনি শিখদিগের প্রকৃতি সম্যক্ উপলব্ধি করিতে পারেন নাই, এবং স্বচতুর গোলাপ সিংহের প্রতিও তিনি তাচ্ছিল্য প্রকাশ করিয়াছিলেন। প্রকৃতপক্ষে স্বচেৎ সিংহের জায়গীর সমূহ তাহার (স্বচেৎ সিংহের ) ভ্রাতুষ্প ত্রের সহিত অংশ বিভাগ করিয়া লইতে রাজা বাধ্য হইয়াছিলেন ৮ এদিকে ফতে খাঁ টোয়ান পুনরায় ডেরাজাতে এক বিদ্রোহ আরম্ভ করিলেন ;৮৮ চত্তার সিং আতারিওয়াল রাওয়ালপিণ্ডির নিকট অস্ত্ৰধারণ করিলেন ;৮৯ এবং পণ্ডিত জালা যাহাকে ধ্বংস করিতে চেষ্টা করিয়াছিলেন, সেই স্বচতুর ও বহুদশী রাজার উত্তেজনায় কাশ্মীরের দক্ষিণ-পশ্চিমস্থ মুসলমান জাতিগুলি উৎসাহিত হইয়া বিদ্রোহ বহ্নি প্ৰজলিত করিল ৯৬ পেশোয়ার সিং এই সময়ে পুনরায় পঞ্জাবের রাজ্য লাভের আশা করিলেন ; গোলাপ সিং তাহাকে সাহায্য প্রদান করিলেন ; তখন এইরূপ দুর্দাস্ত ব্যক্তির সহিত সন্ধি-স্থাপন ও মিত্রত বন্ধনের আবশুকত পণ্ডিত জালা বুঝিতে পারিলেন । স্বতরাং তদনুসারে এক সন্ধি স্থাপিত হইল, এবং রাজা তাহার পুত্র সোহান সিংকে লাহোরে প্রেরণ করিলেন । ৯৩ তখন পেশোয়ার সিংহের সকল আশাই নির্মল হইল, এবং তিনি নিরাপদের জন্য শতক্রর দক্ষিণ তীরে পলায়ন করিলেন।৯৩ পণ্ডিত জালা আরও ভ্ৰমে পতিত হইল। শিখগণ কেবল যে এক গোলাপ সিংহের প্রতিই অবিশ্বাসী ছিল, তাহা নহে ; বরং তাহারা যে ভিন্ন-জাতি এবং ভিন্ন ধর্মাবলম্বী প্রত্যেকের প্রতি ঈর্ষাপরবশ, পণ্ডিত জাল তাহা ভুলিয়া গিয়াছিলেন। কেবলমাত্র প্রধান প্রধান ব্যক্তিকে ধবংস করিতে চেষ্টা করিয়া, তিনি বিস্তৃত হইয়াছিলেন যে, সে সকল ব্যক্তিও সৈন্যদিগের স্বজাতীয় ও স্বধর্মাবলম্বী শিখ জাতি ; এবং ‘খালসা" নামে কি ধনী, কি দরিদ্র, কি উচ্চ, কি নীচ,—সকল শ্রেণীর ব্যক্তিই একতা-সূত্রে আবদ্ধ হইতে পারে। তিনি স্বনিপুণ ও ক্ষমতাসম্পন্ন সর্দারদিগের প্রতিও সম্মান প্রদর্শন করিতেন ৮৭। ১৮৪৪ খৃষ্টাব্দের ৩০শে অক্টোবর, লেফটনাণ্ট-কর্ণেল লিখিত গবৰ্ণমেণ্টের পত্র। ৮৮। ১৮৪৪ খৃষ্টাৰে র ১৪ই জুন, গবর্ণমেণ্টের বরাবর লেফটনাণ্ট-কর্ণেল রিচমণ্ডের পত্র। ৮৯। ১৮৪৪ খৃষ্টাব্দের ১৬ই অক্টোবর গবর্ণমেণ্টের বরাবর লেফটনাণ্ট কর্ণেল রিচমণ্ডের পত্র দ্রষ্টব্য। ৯• । ম্যাজর ব্রডফুট লিখিত গবৰ্ণমেন্টের পত্র ; তারিখ ১৮৪৬ খৃষ্টাব্দের ২sএ নবেম্বর। ৯১। ১৮৪৪ খৃষ্টাব্দের ১৬ই অক্টোবর গবর্ণমেণ্টের বরাবর লেফটনাণ্ট-কর্ণেল রিচমণ্ডের এবং ঐ খৃষ্টাব্দের ২৪শে নবেম্বর গবর্ণমেণ্টের বরাবর ম্যাজর ব্রডফুটের পত্র দ্রষ্টব্য। J. ১৮৯৪ খৃষ্টাব্দের ওঁ-শে অক্টোবর গবর্ণমেন্টের বরাবর রিচমণ্ডের এবং ১৮৪৪ খৃষ্টাব্দের ১৩ই ডিসেম্বর ব্রডফুটের পত্র দ্রষ্টব্য। গমেন্টের বরাবর ম্যাজর ব্রডফুটের পত্র ঃ ১৮৪৪ খৃঃ, .sই ও ১৮ই নবেম্বর, ( Major # to Government, 14th;and 18th Nov. 1844.) Coato-otsal fissco on, লর ১লা নবেম্বর ম্যাজর ব্রডফুট সীমান্ত প্রদেশের এজেন্টের পদে প্রতিষ্ঠত হন। পেশোয়ার S TBSBBS BB DDB BBB BD DDD DBB BBB BBDD BBB DDD ীিন। তাৎকালিক অবস্থা বিবেচনায় তাহার এ কার্য অতি গতি হইয়ছিল।