পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

속 শাসন-ব্যবস্থা ; শিখদিগের অধিনায়ক হিসাবে তাহার শক্তি-সামৰ্থ, শিখ সৈন্ত, ১৮২২ –লাহোরে ফরাসী কর্মচারী, সৈন্যদল হিসাবে শিখ সৈন্তের শ্রেষ্ঠত্ব, রাজপুত এবং পাঠানদিগের চরিত্রগত বিশেষত্ব, মারহাট জাতির এবং শুখণদিগের চরিত্রগত বিশেষত্ব, গুখণজাতি এবং মুসলমানগণ ব্যতীত, স্থায়ী ও নিয়মিত সৈন্যদল গঠনে ভারতীয় যোদ্ধজাতির বীতস্পৃহা, বন্দুকধারী শিখ অশ্বারোহী সৈন্ত, ১৭৮৩ —ফরষ্টার কর্তৃক শিখ সৈন্তের বিশেষত্ব উপলব্ধি, ১৮•৫ । - ম্যালকম কর্তৃক শিখ সৈন্তের বিশেষত্ব উপলব্ধি, ১৮১০ —সার ডেভিড অকৃটারলোনি কর্তৃক শিখ সৈন্যের বিশেষত্ব, ইংরাজ এবং অপরাপর জাতির জাতীয় অস্ত্র-শস্ত্র ; ইংরাজ জাতির বিজয় লাভের ফলে গোলোন্দাজ সৈন্যের বিশেষত্ব ভারতবাসী কর্তৃক উপলব্ধি, সৈন্যদলের মধ্যে স্থনিয়ম এবং সুশৃঙ্খলা প্রবর্তনের জন্য রণজিৎ সিংহের পরিশ্রম, পরিশেষে রণজিৎ সিং স্বনিয়মবদ্ধ স্থায়ী পদাতিক ও অশ্বারোহী সৈন্যদল গঠনে সমর্থ হন, ফরাসী কর্মচারিগণের আগমনের পূর্বে পঞ্জাবে ইউরোপীয় সামরিক রীতি-পদ্ধতি এবং সৈন্যদলের মধ্যে শৃঙ্খলা এবং স্থনিয়ম প্রবর্তন, ফরাসী কর্মচারিগণের কার্যপ্রণালী তথাপি রণজিৎ সিংহের পক্ষে সমূহ কার্যকরী এবং ফরাসী কর্মচারিগণের পক্ষে বিশেষ সম্মানজনক, রণজিৎ সিংহের বিবাহ এবং পারিবারিক সম্বন্ধ, রণজিৎ সিংহের পত্নী মেতাব কৌর এবং তাহার শ্বশ্ৰ সদা কৌর, ১৮০৭ —মেতাব কৌরের পুত্র শের সিং তারা সিং ; কিন্তু কেহই তাহাদিগকে রণজিৎ সিংহের ঔরসজাত পুত্র বলিয়া স্বীকার করে না, ১৮১• —সদা কৌরের মনোমালিন্ত এবং তাহার শক্ৰতাচরণ, ১৮০২ –খুজনের গর্তে রণজিৎ সিংহের পুত্র খড়গ সিংহের জন্মগ্রহণ, ১৮২১ –খড়গ সিংহের পুত্র নাও নিহাল সিং, রণজিৎ সিংহের ব্যক্তিগত উচ্ছৃঙ্খলতাচরণ এবং তাহার ক্রটি-বিচু্যতি। শিখ জাতির প্রতি এই ব্যক্তিগত দোষের আরোপ করা অবৈধ, রণজিৎ সিংহের অঙ্কগ্ৰহভাজন ব্যক্তিগণ, ব্রাহ্মণ বংশীয় খুশাল সিং, জাম্মুর রাজপুতগণ, রণজিৎ সিংহের বিশ্বাসী কর্মচারী, ফকীর উজীজউদ্দীন, দেওয়ান সোহান মল্ল ; হরি সিং নালোয়, ফতে সিং আলহুওয়ালিয়া ; দেশী সিং মজিথিয়া ।