পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૪ઉછ শিখ-ইতিহাস লাগিলেন। কিন্তু এত শীঘ্র তাহার অধিকার স্বত্ব স্বীকার করিতে শিখজাতি কোন মতেই সন্মত ছিলেন না। তিনি বিশেষ বিপদে পড়িলেন, এবং জুন মাসে পলায়ন করিয়া স্বাধীনভাবে বিচরণ করিতে লাগিলেন। কিন্তু জুলাই মাসের শেষভাগে* অাটকের দুর্গ আক্রমণ করিয়া তিনি মহারাজ, পদে প্রতিষ্ঠিত হইলেন । তিনি পরে দোস্ত মহম্মদ খাঁর সহিত পত্রাদি লিখিতে আরম্ভ করিলেন । এই জাল-রাজার বিরুদ্ধে “আতারি’ সম্প্রদায়ের সর্দার সিং প্রেরিত হইলেন । এবং তাহার সাহায্যার্থ ডের-ইসমাইল-খা হইতে একদল সৈন্য যাত্রা করিল। রাজা আপনার দুর্গে অবরুদ্ধ হষ্টয়া নিজ অক্ষমতা বুঝিতে পারিলেন। ৩০শে আগষ্ট অধীনতা স্বীকার করায়, তাহাকে লাহোরে আনয়নের আদেশ প্রচারিত হয় । কিন্তু কথিত হয়, ফতে খাঁ তোয়ানার প্ররোচনায় এবং জোঁয়াহির সিংহের উত্তেজনায়, ফতে খ বর্তৃক গুপ্তভাবে তাঁহাকে হত্যা করা হইয়াছিল। কারণ, এই সময় ফতে খ তোয়ানা কোন বিশেষ কার্যসাধন করিয়া তাৎকালিক প্রভুর অধিকতর অনুগ্রহভাজন হইতে চেষ্টা করিয়াছিলেন। পরে ফতে খী প্রভুর বিশেষ অনুগ্রহভাজন হন, এবং প্ৰভু তাহাকে সিন্ধুনদের উচ্চতর ডেরাজাতের ব্যবস্থাপক নিযুক্ত করেন।১১৬ জোয়াহির সিং এবারেও সিদ্ধিলাভ করিলেন । কিন্তু এই শেষবারের জয়লাভ, জোহির সিংহের পক্ষে বিশেষ অশুভজনক হইল। তাহার প্রতি চিরদিন সাধারণের ঘৃণা ও বিদ্বেষভাব বর্তমান ছিল; এক্ষণে তৎসঙ্গে বিজাতীয় ক্রোধ পূর্ণমাত্রায় মিলিত হইল। সময় সময় তাহার উৎসাহ ও অধ্যবসায়ের পরিচয় পাওয়া গিয়াছিল বটে, কিন্তু তাহার সে উৎসাহ—সে তেজ, তাহার ব্যক্তিগত অসস্তোব ও ক্রোধের উত্তেজনা বা অভিব্যক্তি মাত্র; —ক্রোধের উত্তেজনা বশেই,তাহার সে তেজ:-শক্তি প্রকাশ পাইত। তাহাতে কখনও বিশিষ্ট বিচারশক্তি কিংবা র্তাহার শ্রেষ্ঠ প্রতিভ-শক্তি প্রকাশ পায় নাই । ইংরাজদিগের নিকট র্তাহার পলায়নের প্রথম অভিসন্ধিতেই শিখগণ অসন্তুষ্ট হইয়াছিল, এবং "খলিসা" সম্প্রদায়ের সদস্ত হিসাবে তাহার সরল বিশ্বাসেও শিখ-জাতির অবিশ্বাস জন্মিয়াছিল। হীরা সিং এবং পণ্ডিত জালার নির্বাসনে তাহার প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ হইল বটে, কিন্তু তৎক্ষণাৎ তিনি বুঝিতে পারিলেন যে, তিনি কেবল-মাত্র সৈন্তদিগের হস্তে তাহাঙ্গের ক্রীড়-পুত্তশবিশেষ;—সাধারণের উদ্বেশু-সাধনব্যপদেশেই সৈন্তগণ র্তাহার সহিত মিলিত হইয়াছে। এক্ষণে “পন্থ খালসাজি” অৰ্থাৎ প্রকৃত ধর্মবিশ্বাসিগণের সমাজ বলিয়া সৈন্তগণ প্রধানতঃ আপনাদের পরিচয় দিতে আরম্ভ করিল । ১৯১ অধিকন্তু সশস্ত্র সৈনিক ১১• । গবর্ণমেন্টের বরাবর ম্যজির ব্রডফুটের পত্র ঃ ১৮es খুঃ ১৪ই, ২৬শে জুলাই এবং ৮ই ও ১৮ই arowa (Compare Major Broadfoot to Government, 14th and 26th July, and 8thond 18th Sept. 1845.) 00S DBBBSBBBB BBBSB BBBBB BDDS DD DDS 0 00 DDD DD corrutừz osta r-letter of 2d Feb. 1845 ) arą Wzgą, drwoitta ধুই উপাধি র্তাহার প্যাদিতে इछन। . ठांशब्रा cन छेणiषि जछांद्रगूर्वक अंइ१ कब्रिब्राहिण । किड ऍखtब्र नवनिर्ग छैiश জাগাইলেন যে, কলিকাতার সরকারী কাগজপত্রাদি অনুসারে ইহা পুরাতন শব্দ। • -