পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

혁 দেশের রাজগণের মিত্রতা স্থাপন ; বেলুচি জাতি, সা মামুদ, গোয়ালিয়রের বাইজী বাই, রুব জাতি এবং ইংরাজ জাতি, সিমলায় গবর্ণর-জেনারেল লর্ড উইলিয়ম বেপ্টিক, রণজিৎ সিংহের সহিত সাক্ষাতের প্রস্তাব ; বিভিন্ন কারণে উভয় পক্ষের সাক্ষাৎ সম্বন্ধে সম্মতি জ্ঞাপন, রূপারে গবর্ণর জেনারেল এবং রণজিৎ সিংহের পরস্পর সাক্ষাৎ, সিন্ধুদেশ সম্বন্ধে রণজিৎ সিংহের উদ্বেগ, বাণিজ্য ব্যপদেশে সিন্ধুণদে বাণিজ্যপোত পরিচালনায় ইংরেজদিগের মন্ত্রণ, সিন্ধুদেশের আমীরগণের এবং শিখদিগের নিকট ইংরেজদিগের বাণিজ্য-বিষয়ক প্রস্তাব, রণজিৎ সিংহের উদ্দেশু এবং সন্দেহ , পঞ্জাবের দক্ষিণাংশ হইতে রণজিৎ সিংহ কর্তৃক “দাউদ-পোত্র”গণের বহিষ্কার সাধন, শিকারপুরে তাহার অধিকার স্বত্বই প্রবল বলিয়া রণজিৎ সিংহের ঘোষণা প্রচার, ১৮৩২ —ইংরাজদিগের দাবীকৃত বিষয়ে রণজিৎ সিংহের সম্মতি জ্ঞাপন, কিন্তু রণজিৎ সিং প্রচার করিলেন, ইংরাজদিগের বাণিজ্য-নীতি র্তাহার রাজনৈতিক বিধি-ব্যবস্থার অস্তরায় স্বরূপ, ১৮৩৩—৩৫ —সা স্বজ কর্তৃক দ্বিতীয় বার আফগানিস্থান আক্রমণ, ১৮২৭ – ইংরাজদিগের নিকট সা স্বজা কর্তৃক প্রস্তাব উত্থাপন, ১৮৩১ – সিন্ধিয়ানদিগের সহিত সা সুজার সন্ধি প্রস্তাব, রণজিৎ সিংহের সহিত সা স্বজার সন্ধি স্থাপনের প্রস্তাব, সেমিনাথের সিংহ-দ্বার এবং গো-হত্যা, ১৮৩২ — শিখজাতি এবং সিন্ধিয়ানদিগের সহিত সা স্বজার পুনরায় সন্ধি প্রস্তাব উত্থাপন, সা স্বজার সিংহাসন পুন:-প্রাপ্তির চেষ্টায় ইংরাজদিগের সাহায্য প্রদানে সম্পূর্ণ ঔদাসিন্ত, ভীত ও সন্ত্রস্ত হইয়া দোস্ত মহম্মদ খাঁ কর্তৃক ইংরাজদিগের সাহায্য প্রার্থনা, ১৮৩৩ । - সিংহাসন অধিকারের জন্য সা স্বজার যাত্রা, ১৮৩৩ – সা সুজার নিকট সিন্ধিয়ানদিগের পরাজয় স্বীকার, কান্দাহারে সা স্বজার পরাজয় ১৮৩৫ —সা সুজার লুধিয়ানায় প্রত্যাবর্তন, ১৮৩৪ —সা স্বজার প্রতি রণজিৎ সিংহের অবিশ্বাস ; পেশোয়ার, লাহোর রাজ্যের অন্তভুক্ত করিয়া লইয়া রণজিৎ সিংহের আপন ক্ষমতা বৃদ্ধি করণ, ১৮৩২—৩৬ –রণজিৎ সিং কর্তক হাজারা এবং ড়েরাজাত অধিকার, ১৮৩৩ –সংসার চাদের পৌত্রের প্রত্যাবর্তন, ১৮৩৪-৩৬ –রণজিৎ সিং কর্তৃক কলিকাতায় প্রতিনিধি প্রেরণ, ১৮২১ । —রণজিৎ সিং এবং লুকি, ১৮৩৭–৩৫ —জাম্বুরাজগণ কর্তৃক লুদ্ৰাক অধিকার, ১৮৩৫—৩৬ --রণজিৎ সিং পুনরায় শিকারপুর দাবী করেন ; সিন্ধু, বিজয়ে তাহার মন্ত্রণা, সন্ধি প্রস্তাব, রণজিৎ সিংহের উচ্চাভিলাষে ইংরাজদিগের অসন্তোষ বৃদ্ধি ইংরাজদিগের অসন্তোষ সত্বেও, রাজ্য অধিকারের