পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজের সহিত যুদ্ধ SR& পার্থ হইতে আক্রান্ত হইলেও, শিখগণ তাহ রক্ষা করিয়াছিল। সারহিন্দের নিকটবর্তী অন্যান্য রক্ষণীয় স্থানের জনসাধারণ সন্ত্রস্ত হইয়া পড়িয়ছিল ; রক্ষী সৈন্য এবং অপরাপর সৈন্যদল অবাধে অগ্রসর হইতেছিল ; এক্ষণে তাহারা বাধা প্রাপ্ত হইল ॥৭২ ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১৭ই জামুয়ারী ধরমকোট ( ধর্মকোট ) আক্রমণের জন্য ম্যাজরজেনারেল সার হারি স্মিথ সসৈন্যে প্রেরিত হইয়াছিলেন। বিনা রক্তপাতে ঐ স্থান আত্মসমর্পণ করে। ইহাতে সৈন্যদলের জন্ত রসদ প্রেরণের পথ প্রশস্ত হয় । যে সকল সৈন্যদল কামান, যুদ্ধোপকরণ এবং রসদাদি লইয়া ফিরোজপুরের দিকে অগ্রসর হইতেছিল, তাহাদিগের প্রতি বিপক্ষদলের দৃষ্টি না পড়ে, সেই উদ্বেপ্তেই সার হারি স্মিথ ভিন্ন পথ অবলম্বন করিয়াছিলেন । গমনাগমনের পথে বিপক্ষদল যে বাধা প্রদান করিয়াছিল, তাহা মুক্ত করাও র্তাহার অন্যতম উদেশ্ব। কিন্তু যখন জানা গেল, রণজোব সিং সৈন্য সহ শতদ্রু অতিক্রম করিয়া লুধিয়ান আক্রমণের জন্য অগ্রসর হইয়াছেন, তখন তিনি সেই স্থান রক্ষার জন্য আদেশ প্রাপ্ত হইলেন । ২০শে জানুয়ারী তিনি জাগরাওন নামক এক বাণিজ্য-বন্দরে শিবির স্থাপন করেন ; তাহার গন্তব্য স্থান হইতে জাগরাওন ২৫ মাইল দূরে অবস্থিত। ১৮০৫ খ্ৰীঃাবের সন্ধি অনুসারে ফতে সিং আলহু ওয়ালিয়ার পুত্র জাগরাওনের অধিকারী হইয়াছিলেন ; এক্ষণে তিনি তত্রত্য স্বধৃঢ় দুর্গ ইংরাজ সেনাপতিকে অর্পণ করিলেন। এই সময় জানা গিয়াছিল, লুধিয়ানার অব্যবহিত পশ্চিমে রণজোর সিং শিবির স্থাপন করিয়াছেন ; বাদোয়ালে তাহার অল্পমাত্র সৈন্য অবস্থিতি করিতেছে। জাগরাওন হইতে বাদোয়াল ১৮ মাইল দূরে অবস্থিত। এক্ষণে চারিদল পদাতিক, তিন দল অশ্বারোহী এবং ১৮টি কামান আসিয়া উপস্থিত হওয়ায়, ইংরাজ সৈন্যের দলপুষ্ট হইল। তাহারা গভীর রাত্রে বাদোয়াল অভিমুখে যাত্র করিল। ২১শে জানুয়ারী প্রত্যুষে জানা গেল, প্রায় দশ সহস্ৰ শিখসৈন্য পূর্ব দিবস বাদোয়াল অভিমুখে অগ্রসর হইয়াছে। ইংরাজ সৈন্যের পুরোভাগ হইতে সেই স্থান তখন আট মাইল মাত্র ব্যবধান। সার হারি স্মিথ বিবেচনা করিলেন, তিনি যদি বক্রগতিতে দক্ষিণ দিক্ দিয়া অগ্রসর হন, তাহা হইলে শিখ-সৈন্য র্তাহার বামপার্থে তিন মাইল দূরে পড়িয়া থাকে ; তিনি অবাধে লুধিয়ানার সৈন্যদলের সহিত সম্মিলিত হইতে পারেন। যুদ্ধের সরঞ্জামাদি অগ্ৰে পাঠাইবার জন্য র্তাহার এক স্থানে অল্পক্ষণ e২ । সিমলার পার্বত্য নিবাসে বহুসংখ্যক ইংরাজ পরিবার বাস করে। উহা শতক্ৰ নদীর নিকটবর্তী ; কাশেলি এবং সাবাথু হইতে ঐ স্থানে সহজেই গমন করা যায়। এই সময়ে কতকগুলি শিখ-সৈন্ত এবং লাহোরের অধীনস্থ মুণ্ডির জায়গীরদার কর্তৃক সিমলা শৈলের পবিত্যনিবাস আক্রাপ্ত হওয়ার সম্ভাবন৷ DBBBS S BBB BB DDD DD BBDD B BBBBB DDBB BBBS BBSBBDD DDBB হইয়াছিল ; সুতরাং বিপক্ষ কর্তৃক ঐ সকল স্থান অতি সহজেই বিধ্বস্ত হইতে পাতি। কিন্তু স্থানীয় ব্রিটিশ কর্তৃপক্ষগণ কতকগুলি পাৰ্বতীয় রাজপুত-সৈন্য সংগ্ৰহ করিয়া, তাহাদের দ্বারা এসকল স্থান রক্ষার উপায় বিধান করিয়াছিলেন। প্রকৃতপক্ষে ঐ সকল স্থান আক্রান্ত নাই ; কিন্তু নির্জন জানন্দপুর মাথোরালের একদল ছৰ্দাত্ত লোককে জবাবদিহি হইতে হইয়াছিল ।