পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ শিখদিগের মধ্যে সামরিক উপাধি-প্রথা প্রতিষ্ঠা ( The Sikh Millitary Order of the Star ), রণজিৎ সিংহের উদ্বেগু ; মিত্র এবং অতিথিগণের মনস্তষ্ট বিধান, তদ্বিষয়ের গল্পমালা, সিন্ধুনদে বাণিজ্য পোত পরিচালনাকল্পে ইংরাজদিগের অভিসন্ধি ; তাহাতে সা স্ব জাকে সিংহাসনে পুন:-প্রতিষ্ঠা সংকল্পে মন্ত্রণা, ১৮৩৭-৩৮ —সার আলেকজেণ্ডার বারণেসের কাবুল গমন, পারস্ত এবং রুশিয়ার অভিসন্ধিতে দোস্ত মহম্মদ যোগদান করেন, ইংরাজদিগের ভ্রমমূলক রাজনীতি, যেরূপ অবস্থ উপস্থিত তাহাতে কাবুল অভিযান প্রকৃতই সমীচীন বলিয়া বোধ হইয়াছিল, ১৮৩৮ –সা স্বজাকে সিংহাসনে প্রতিষ্ঠা সংকল্পে বিবিধ বন্ধুত্বব্যঞ্জক কার্যকলাপ, রণজিৎ সিং তাঁহাতে প্রথমে অসন্তোষ প্রকাশ করেন ; কিন্তু পরিশেষে তাহাতে সম্মত হন, ১৮৩১ –রণজিৎ সিংহের মহত্বের উচ্চ চূড়ায় আরোহণ, রণজিৎ সিংহের মানসিক অশাস্তি এবং স্বাস্থ্য-ভঙ্গ, রণজিৎ সিংহের মৃত্যু, রণজিৎ সিংহের প্রতিভাবলে শিখদিগের সংস্কার সাধনের ফলে শিখদিগের রাজনৈতিক অবস্থা, খড়গ সিংহকে সিংহাসনে স্থাপনের জন্য ধীয়ান সিংহের কৌশল-জাল বিস্তার। অষ্টম পরিচ্ছেদ মহারাজ রণজিৎ সিংহের মৃত্যু হইতে জোয়াহীর সিংহের মৃত্যু 〉bや>ー>bア8@ বিষয় । ఇ8br="Rsbూ ১৮৩১ –শের সিংহ কর্তৃক লাহোর সিংহাসনের উত্তরাধিকারিত্বে দাবী, কিন্তু নাও নিহাল সিং কর্তৃক রাজ্যের সমুদায় ক্ষমতা গ্রহণ, জামুরাজগণের সহিত নাও নিহাল সিংহের স্বল্প কাল স্থায়ী সন্ধি স্থাপন, অনুগ্রহ ভাজন প্রিয়পাত্র চৈৎ সিংহের জীবন সংহার, ১৮৪০ –কাপ্তেন ওয়েভের প্রস্থান, মিঃ ক্লার্কের প্রতিনিধিত্ব প্রাপ্তি, কাবুলের ইংরাজ সৈন্তের সাহায্য, বাণিজ্য সম্পর্কে ইংরাজদিগের সন্ধি সংস্থাপন, জামু-রাজগণের ধ্বংস সাধনে নাও নিহাল সিংহের