পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O8H শিখ ইতিহাস জাগিয়া উঠল। তেজ সিং বিশেষ ধনী ছিলেন , তিনি আপনার অর্থ-সামর্থ সকলই বুঝিতে পারিয়াছিলেন। তিনি জানিতেন,—অর্থ বলে কি না সংসাধিত হইতে পারে ? স্বতরাং রাজ-পদে প্রতিষ্ঠিত হইয় রাজ মুকুটে স্বশোভিত হওয়ার জন্ত, এবং পঞ্জাব বিভাগ করিয়া আর একটি স্বতন্ত্র রাজ্য প্রাপ্তির আশায়, লাল সিং বৃটিশ গবর্ণমেণ্টকে ২৫ লক্ষ টাকা প্রদানের অঙ্গীকার করিলেন। কিন্তু ইংরাজদিগের রাজ-নীতি বুঝিবার র্তাহার কোন ক্ষমতা ছিল না, বা সেই নীতির অযথা বিচারে, লাল সিং বিশেষ ভৎসিত হইলেন। তৎকালে একৃমাত্র গোলাপ সিংহের সহিতই এইরূপ বন্দোবস্ত হইল ; কিন্তু আর কেহই সে বন্দোবস্তের অংশভাগী হইতে পারিলেন না । এক্ষণে ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১৫ই মার্চ অমৃতসরে গোলাপ সিং মহারাজ ভূষণে ভূষিত হইলেন ; বৃটিশ-গবর্ণমেণ্ট তাহাকে মিত্ররাজ বলিয়া স্বীকার করিলেন ।*? কিন্তু প্রথমে গোলাপ সিংহকে যে রাজ্য প্রদানের কথা হয়, তাহার প্রভু ইংরাজগণ সে রাজ্য কিছু কালের নিমিত্ত স্বতন্ত্রভাবে রাখিলেন ; তাহার নিকট যে অর্থের দাবী করা হইয়াছিল, তাহার চতুর্থাংশ গ্রহণে বৃটিশ গবর্ণমেণ্ট সম্মত হইলেন। র্তাহীদের মনে হইল, গোলাপ সিংহের ভ্রাতা স্বচেৎ সিং, ফিরোজপুরে যে অর্থ সঞ্চিত রাখিয়াছিলেন, গোলাপ সিংহই সেই ধনসম্পত্তির প্রকৃত অধিকারী ছিলেন ; তাহাই বিবেচনা করিয়া বৃটিশ গবর্ণমেণ্ট দাবীকৃত অর্থের পরিমাণ কমাইয়া দিলেন। এক্ষণে গোলাপ সিংহের পক্ষে সে দাবী পরিশোধ করা সহজসাধ্য হইয়া দাড়াইল ॥৫৮ লাল সিং অার একবার মন্ত্রিপদে প্রতিষ্ঠিত হইলেন । লাল সিং এবং তাহার e৭ । এই উপলক্ষে মহারাজ গোলাপ সিং, দণ্ডায়মান হইয়া, কৃতাঞ্জলিপুটে ইংরাজ-প্রতিনিধি গবর্ণরজেনারেলের নিকট আপনার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলিয়াছিলেন, প্রকৃতপক্ষে মহারাজ গবর্ণর জেনারেলের "জার-খারিদ” অথবা স্বর্ণে ক্রীত ক্রীতদাস বিশেষ। বস্তুতঃ মহারাজ উপহাসচ্ছলে এ কথা বলেন নাই। এই ইতিহাসে একাধিকবার রাজা গোলাপ সিংহের নীচ প্রকৃতির উল্লেখ করা হইয়াছে। তাই বলিয়া কেহ মনে করিবেন না যে, মহারাজ গোলাপ সিং ঈর্ষাপরায়ণ এবং অসৎস্বভাবসম্পন্ন ছিলেন। তিলি শত্রুকে প্রতারিত করিয়া, অক্লেশে তাহার প্রাণ সংহার করিতেন ; এবং অর্থ সংগ্রহের জন্য, তিনি অত্যাচtয় উৎপীড়নের পরাকাষ্ঠ প্রদর্শন করিতেন। কিন্তু তিনি যে সময়ে বর্তমান ছিলেন, সেই শতাব্দীর এবং তাছার জাতিগত নৈতিক উন্নতি বিচার করিয়াই, মহারাজের চরিত্র-প্রকৃতির বিচার করা: আবশ্যক। অপিচ তাহার স্থায় উচ্চপদে প্রতিষ্ঠাত ব্যক্তির স্বপদ বজায় রাখিতে হইলে, যে যে বিষয় আবশ্যক তাহাও ভাবিয়া দেখা উচিত। এই সকল বিষয় প্রণিধান পূর্বক বিবেচনা করিয়া দেখিলে বুৰ ফু,গোলাপ সিং একজন কার্যকুশল এবং পরিমিতাচারী ছিলেন । তিনি স্বেচ্ছাচারীর প্রায় অথব। অলস ব্যক্তির স্থায় কোন কার্য করিতেন না। র্তাহার প্রকৃতিতে সন্তোষ এবং দয়া-দাক্ষিণ্য সকলই বর্তমান ছিল। i e৮। অষ্টাদশ, উনবিংশ এবং বিংশ পরিশিষ্ট দ্রষ্টব্য। লাহোর এবং জাঙ্গুর সহিত শ্বে সন্ধি হয়, at afts from *stre esafe footas I (see Appendices xviii. xix. xk, for the Treaties with Lahore and Jummoo.) | | |