পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ oጳቅ বিশ্বাসঘাতক রাজদ্রোহী সহকারী সামন্তগণ সকলেই জানিতেন, ইংরাজগণ পঞ্জাব পরিত্যাগ করিলে, মুষ্টিমেয় সৈন্তের আক্রমণ হইতেও তাহারা আপনাপন পদ-সামর্থ রক্ষা করিতে পারিবেন না। সুতরাং গোলাপ সিংহের স্বাতন্ত্র্য অবলম্বনে, প্রথম সন্ধি-সর্তের কিছু ব্যতিক্রম ঘটিল। তখন স্থির হইল, ১৮৪৬ খ্ৰীষ্টাবের ডিসেম্বর মাসের শেষ দিন পর্যন্ত একদল বৃটিশ সৈন্য লাহোরে অবস্থিতি করিবে। ইতিমধ্যে সামন্তগণ আপনাপন ক্ষমতার দৃঢ়তা বিধান করিয়া লইবেন ; সৈন্যদলের পুনঃসংস্কার এবং পুনর্গঠন সংসাধিত হইবে ; দেশে শৃঙ্খলা এবং মুনিয়ম-বদ্ধ শাসনপ্রণালী প্রবর্তিত হইবে। ক্রমে বৎসর শেষ হইয়া আসিল ; কিন্তু তখনও সামস্তগণের অসহায় অবস্থা ;–র্তাহারা তখনও আপনাপন প্রভূত্ব-ক্ষমতার দৃঢ়তা সাধনে সমর্থ হন নাই। স্বতরাং সামন্তগণ সাগ্রহে বৈদেশিক শক্তির সাহায্যের উপর নির্ভর করিলেন, এবং তাঁহাদের সহিত পুনরায় এক বন্দোবস্ত হইল ; - সামন্তগণ তাহাতেই স্বীকৃত হইলেন। সেই বন্দোবস্তক্রমে, রণজিৎ সিংহের সঙ্কীর্ণ রাজ্য ইংরাজদিগের শাসনাধীনে রহিল ; রণজিৎ সিংহের পালিত পুত্র এবং হীনস্বত্ব উত্তরাধিকারী সাবালক না হওয়া পর্যস্ত, ইংরাজগণ সে রাজ্যের শাসনসংরক্ষণ সমূদ্রায় কার্য নির্বাহ করবেন।** বিশ সহস্র সৈন্ত সমভিব্যাহারে যখন গবর্ণর-জেনারেল এবং ইংরাজদিগের প্রধান সেনাপতি (কমাণ্ডার-ইন-চিফ ) লাহোরে অবস্থান করিতেছিলেন, তখন একদল শিখ-সৈন্য তথায় উপনীত হইল। তখন তাহাদের বেতন পরিশোধ হইয়া তাহাদের দল ভঙ্গ হইয়া গেল। তৎকালে সেই সৈন্যদলের বাহিক আকৃতি-প্রকৃতিতে বিদ্ৰোহপরায়ণ বিপ্লবকারীর নৈরাপ্ত, অথবা বেতনভূক্ত বৈদেশিক সৈন্যের নির্লজ্জভাব কিংবা ঔদাসিন্ত প্রকাশ পায় নাই। যে বীরত্বের সহিত শিখ-সৈন্ত বিজয়ী ইংরাজ-গণের সম্মুখীন হইয়াছিল, বিজয়ী ইংরাজগণ শিখদিগের যে বীরত্বের বিশেষ প্রশংসা করিতেন, শিখ-সৈন্তের বীরোচিত ব্যবহারে তাহাদের সেই সাহসিকতার মাধুর্য আরও বৃদ্ধি হইয়াছিল। দুর্ভাগ্যবশতঃ যুদ্ধে পরাজয় হইয়াছে, শিখজাতি সেই কথাই বলিত ;. অথবা প্রবলক্ষমতাশালী প্রভৃগণের আগমণের পথ তাহারাই স্বৰ্গম করিয়া দিয়াছে, শিখদিগের মনে সেই ধারণাই বদ্ধমূল রহিল। এইরূপ অবস্থা বিপর্যয়ের মধ্যেও তাহার অস্তরে অন্তরে আপনাদিগের ভবিষ্যৎ ভাগ্যের বা পরিণামের বিষয় দৃঢ় বিশ্বাস সহকারে চিন্তা করিত। আপনাদিগের অদৃষ্ট সম্বন্ধে তাঁহাদের বিশ্বাসের অণুমাত্রও লাঘব হয় নাই। যদি কেহ কৌতুকচ্ছলে কখনও তাহাদিগকে অনুপযুক্ত এবং অপরিণতবয়স্ক শিষ্যসম্প্রদায় বলিয়া উপহাস করিত, তাহা হইলে, শিখগণ নীরস ও অর্থ-ব্যঞ্জক ঈষৎহাস্তে উত্তর দিত,—তখনও খালসার শিশুকাল অতিবাহিত হয় নাই । যখন শিখদিগের সাধারণ-তন্ত্র ক্রমে ক্রমে উন্নতির পথে অগ্রসর হইল, গোবিন্দ তাহার শিক্ষগণকে এক নূতন ভূষণে ভূষিত করিলেন ; শিল্পগণের হয়ে সাহস ও শক্তি সঞ্চারু es । लांtशंtद्रव्र गश्ठि दिठौद्र गकि नर्ज्जांछ दtनांदख, "कंपनं शंब्रिनिtडे जहेरा। (See Appendixxv. for the Second Treaty with Lahore.)