পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

96t R শিখ-ইতিহাস কিন্তু ব্রিটিশ-সাম্রাজ্যে শাস্তি স্থাপন করিয়া, রাজ্য রক্ষার সমস্ত ব্যবস্থা স্থির করিতে না পারিলে, ইংলও কিছুই করিতে সমর্থ হইবেন না। এ পর্যন্ত ইংরাজগণ কেবল প্রাধান্ত বিস্তারেই যত্নবান ছিলেন ; রাজ্যরক্ষার জন্য র্তাহার কোন বন্দোবস্তই স্থির করিতে পারেন নাই। এ পর্যন্ত র্তাহাদের ক্ষমতা কেবল উত্তরোত্তর বৃদ্ধি হইতেছিল। তাহার মোগল এবং মারহাট্টাদিগকে বিধ্বস্ত করিয়াছেন এবং দূরবর্তী মিত্ররাজকে সাহায্য প্রদান করিয়া, তাহার রাজ্যের সন্নিকটস্থ দোর্দাস্ত-প্রতাপশালী শক্রকে দমন করিয়াছেন। এক্ষণে ইংলও মহত্বের উচ্চচূড়ায় আরোহণ করিয়াছেন। অধুনা ইংলণ্ডের নামে সকলেই ভীত হইয়া থাকে ; কেহই আর বন্ধুভাবে তাহাকে আলিঙ্গন করিতে ইচ্ছা করেন না । পরম্পর পরস্পরকে আক্রমণ করিয়া, ভারতের রাজন্তবৃন্দ এক্ষণে রাজ্য কিংবা যশ অর্জন করিতে অক্ষম । বৃটিশ গবর্ণমেণ্টের শাসনাধীনে সেই রাজন্তবৃন্দের উচ্চাকাঙ্ক্ষা এবং স্বাভাবিক শক্রভাব আপনাপনিই দূরীভূত হইবে। শাসনকর্তার প্রকৃত শক্তি পরিচালনা না করিয়াই তাহার রাজপদে সন্তুষ্ট থাকিতে চেষ্টা করিবেন । হর্ষোৎফুল্ল অগণিত নক্ষত্রমণ্ডল-পরিবৃত সুধাকর যেমন হাসিতে হাসিতে নৈশ-গগনে উদিত হইয়। স্নিগ্ধ কিরণবর্ষণে দিলাওল পুলকিত করিয়া তুলে ; ইংলণ্ডও তেমনি অধীনস্থ রাজন্তবৃন্দ পরিব্যাপ্ত হইয়া, নৈশ-গগনের চন্দ্রের ন্যায় পরিশোভমান হইবেন ; ভারতবাসী, ইংলণ্ড এবং ভারতীয় রাজন্যবৃন্দকে নক্ষত্র পরিবৃত চন্দ্রের সহিত তুলনা করিবে। অন্যপক্ষে, অসীম প্রতাপশালী দিবাকরের অসহনীয় মধ্যাহ্ন কিরণে, কেহই তাহাকে দেখিতে পায় না ; ভারতবাসী, ইংলণ্ডকে স্বর্যের সহিত কখনও তুলনা করিবে না । মকুন্ত মাত্রেই ক্ষমতা এবং শান্তি লাভের ইচ্ছা করে ; সকলেই খ্যাতি-প্রতিপত্তি এবং ধনৈশ্বর্যের অধিকারী হইতে চায়। যাহারা দরিদ্র ব্যক্তিদিগকে ঘৃণা করিত, তাহাদেরই মনে সেই ভাবের উদয় হইত। ইংরাজগণ অনতি-বিলম্বে ভারতীয় রাজন্তবর্গের মনে এই ধারণা বদ্ধমূল আরম্ভ করিল ;–তাঁহাতে অনুচর রাজন্তবর্গ মনে ভাবিতে লাগিলেন,-বাধা প্রদানের চেষ্টা করা বৃথা । ইংরজেগণ র্তাহাদিগকে আর অসভ্য বর্বর বলিয়া ঘৃণা করেন না, কিংবা র্তাহাদের প্রতি বৃটিশ গবর্ণমেণ্টের কোনরূপ বিদ্বেষ ভাবও নাই ; অধিকন্তু তাহারা শাসন-সংরক্ষণে ভারতীয় গবর্ণমেণ্টে কতকটা স্থান প্রাপ্ত হইয়াছেন। এ পর্যন্ত ইংলণ্ডের শাসন-প্রণালীতে প্রধানতঃ কেবল বণিক সম্প্রদায়েরই উন্নতি সাধিত হইয়াছে ; সেই বণিক-সম্প্রদায়ের মঙ্গল-বিধান-কল্পেই যেন বৃটিশ গবর্ণমেণ্ট এতকাল রাজ্যের শাসনদণ্ড পরিচালনা করিয়া আসিয়াছেন। সদ্বংশজাত ব্যক্তিগণ ইংরাজ সমাজে স্বান পান না ; বৃটিশ গবর্ণমেণ্টের কোন কার্যেই তাহারা নিযুক্ত হইতেন না। দরিদ্র কৃষককুল সময়ে দিগের প্রাধান্ত-প্রভাব অধুনা অনেকাংশে বিস্তৃত হইয়াছে। কিন্তু তাঁহাদের এই মানসিক প্রাধান্য এত সহজে নষ্ট হইয়াছে যে, রাজধানী হইতে •• মাইল দূরত্বের মধ্যবর্তী সহর সমুছে, তাহ জাীে জয়ন্থত DD DS BBS BBS BBS DDDD DDD DDDD DD DDDD DDDDDD B BDDBSBBB नूनक्रकौ४ कब्र नश्ब-गांश नारु । - *