পাতা:শিখ-ইতিহাস.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* জেললাবাদ এবং শিখ-রাজ্যের সীমানা-সম্পর্কে বাদ-প্রতিবাদ, শিখ মন্ত্রী এবং লাহোর সিংহাসনের ভাবী উত্তরাধিকারীর সহিত ফিরোজপুরে গবর্ণর জেনারেলের সাক্ষাৎ লাভ, ১৮৪৩ –কাবুলে দোস্ত মহম্মদের পুনরাগমন, শের সিংহের উদ্বেগ-অশাস্তি, সিন্ধানওয়াল সামন্তগণ এবং জাম্মুরাজগণের মধ্যে সন্ধি স্থাপন এবং সন্মিলন, আজিৎ সিং কর্তক শের সিংহের প্রাণ সংহার, অজিত সিং কর্তকে ধীয়ান সিংহের জীবন সংহার; হীরা সিং কর্তৃক পিতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণ, মহারাজ দলীপ সিংহের সিংহসেন প্রাপ্তি, সৈন্যদলের ক্ষমতা বৃদ্ধি, রাজা গোলাপ সিং, সর্দার জোয়াহির সিং, ফতে সিং তোয়ান, ১৮৪৪ ৷ —কাশ্মীরা সিং এবং পেশোয়ার সিংহের বিদ্রোহ, জোয়াহির সিং, রাজা স্থচেৎ সিংহ বর্তকে প্রভূত্ত্ব লাভের চেষ্টা, সর্দার উত্তার সিং এবং ভাই বীর সিংহের বিদ্রোহ, মুলতানের শাসনকর্তার বহুত স্বীকার, ১৮৪৩ – গিলগিট অধিকার, ১৮৪৪ — হীরা সিং কর্তৃক ইংরাজদিগের প্রতি অবিশ্বাস জনসাধারণের মনে দৃঢ়বন্ধ হওন, সিন্ধুদেশ অভিমুখে গমনের জন্য আদিষ্ট বৃটিশ-সিপাহী সৈন্তের বিদ্রোহচারণ, মোঁরান নামক পল্লী সম্বন্ধে ইংরাজদিগের সহিত বাদামুবাদ এবং তর্ক-মীমাংসা, স্থচেৎ সিং যে অর্থ গুপ্তভাবে সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন, ভদধি কার সম্পর্কে ইংরাজদিগের সহিত বাদ-প্রতিবাদ, হীরা সিং কর্ত্যক, গুরু ব। ধর্মোপদেষ্ট পণ্ডিত জালার পরামর্শ গ্রহণ, পণ্ডিত জলি এবং গোলাপ সিং, পণ্ডিত জালার উদ্দীপনায় শিখদিগের উত্তেজনা বৃদ্ধি হেতু রাণী মাতার অসস্তোষ বৃদ্ধি, হার সিং এবং পণ্ডিত জালার পলায়ন ; কিন্তু শিখগণ কর্তৃক ধৃত হইয়া তাহাঁদের প্রাণ বিনাশ, জোয়াহির সিং এবং লাল সিংহের প্রভুত্ব ক্ষমতা লাভ, ১৮৪৫ —জম্মু অভিমুখে শিখ-সৈন্তের গমন, গোলাপ সিংহের বগুত স্বীকার এবং তাহার লাহোর আগমন, জোঁয়াহির সিংহের উজীর পদলাভ, ১৮৪৪ । — মূলতানের সোহান মল্পের নিধন সাধন, সোহান মল্পের পুত্র মূলরাজের দেওয়ান পদ প্রাপ্তি, ১৮৪৫ -লাহোরের প্রস্তাবিত সর্তে বাধ্য হইতে মূলরাজের সম্মতি জ্ঞাপন, পেশোয়ার সিংহের বিদ্রোহ, পেশোয়ার সিংহের ৰপ্ততা স্বীকার, তাহার প্রাণ সংহার, শিখ-সৈন্তের অসস্তোষ এবং অবিশ্বাস বৃদ্ধি, জোয়াহির সিংহের হতবুদ্ধি, সৈন্তগণকর্তক জোয়াহির সিংহের প্রাণদণ্ডের আজ্ঞা প্রচার ; এবং জোয়াহির সিংহের প্রাণদণ্ড, সৈন্ত সম্প্রদায়ের একাধিপত্য লাভ, ইংরাজদিগের সহিত যুদ্ধ সম্ভাবনায় লাল সিংহের উজীর পদ লাভ এবং তেজ সিংহের সেনাপতি-পদ প্রাপ্তি । -