পাতা:শিখ-ইতিহাস.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\eఆ" দ্বিতীয় শিখ-যুদ্ধ ফ্রেডরিক সে আপত্তি শুনিলেন না। মূলরাজ পুনঃপুনঃ পদত্যাগ করিবার ইচ্ছা প্রকাশ করিতেছেন বলিয়া তাহার পদত্যাগপত্র সার ফ্রেডারিক দরবারে উপস্থিত করিলেন । দরবারে সে পদত্যাগ-পত্ৰ মঞ্জুর হইল। তখন খ সিংহ মূলতানের নূতন দেওয়ান নির্বাচিত হইলেন। মুলতান যাত্রায় তাহার সাহায্যের জন্য দুইজন ব্রিটিশ-কর্মচারী তাহার সঙ্গে সঙ্গে চলিলেন । সেই সঙ্গে কতকগুলি সৈন্য-সামন্ত ও তাহার প্রহরীরূপে প্রেরিত হইল । দুই জন ব্রিটিশ কর্মচারীর একজন,—সিভিল সাভিসের মি: পি. এ. ভ্যানল এগনিউ, অন্যজন,—‘প্রথম বোম্বে ফুসিলিয়ার সৈন্যদলের লেফটেনাণ্ট ডবলিউ এ এণ্ডারসন । লেফটেনাণ্ট এগনিউ একদল গুখী সৈন্য পরিচালনা করিতে লাগিলেন ; সেই সৈন্যদলে ছয় শত পদাতিক, পাঁচ ছয় শত অশ্বারোহী এবং এক দল গোলন্দাজ সৈন্য প্রস্তুত হইল । তৎকালে মূলতানে যে সমস্ত সৈন্য অবস্থিতি করিতেছিল, তাহাদিগকে লাহোরে আনয়ন করিয়া তৎপরিবর্তে সৈন্যদল প্রতিষ্ঠা করাই এই সৈন্যদল-প্রেরণের গৃঢ় উদ্বেগু । সৈন্যদল স্থলপথে অগ্রসর হইতে লাগিল , এণ্ডারসন এবং এগ,নিউ জলপথে যাত্রা করিলেন । ১৮ই এপ্রিল তারিখে মূলতানের সমীপবতা ইদগা' নামক একটা প্রশস্ত অট্টালিকায় সৈন্যদলের সহিত র্তাহাদের সম্মিলন হইল । ইদগা অট্টালিকা মুসলমানদিগের নির্মিত ; দুর্গের উত্তরাংশ হইতে গোলা বর্ষণ করিলে অনায়াসে সে গোলা অট্টালিকায় পৌছিতে পারে— মুলতানের এতই নিকটে ঐ অট্টালিকা অবস্থিত ছিল। নূতন দেওয়ান ও ইংরেজ সৈন্ত সহসা সেই অট্টালিকায় আশ্রয় গ্রহণ করায়, মূলরাজ বড়ই বিস্মিত হইলেন । ইংরেজ রেসিডেন্ট র্তাহার পদত্যাগ-পত্র গোপন রাখিবেন বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন ; অথচ সসৈন্ত নূতন দেওয়ান মুলতান দখল করিতে আসিলেন ;—ইংরেজের এ বিশ্বাসঘাতকতায় তিনি মর্মে মৰ্মে আহত হইলেন । যাহা হউক, ঐ দিন ( ১৮ই এপ্রিল ) দুই বার ইদগায় আসিয়া তিনি নূতন দেওয়ান ও ইংরেজকর্মচারিদ্বয়ের সহিত সাক্ষাৎ করিলেন । র্তাহার আবেদন প্রভৃতি সম্পর্কেও নানা কথাবাত চলিল। অতঃপর সে প্রসঙ্গে আর কোনই ফললাভের সম্ভাবনা নাই দেখিয়া, মূগরাজ অস্তরে দারুণ ব্যথিত হইলেন । কিন্তু তখন আর উপায় কি ? অগত্য নূতন দেওয়ানের হস্তে মুলতান-দুর্গ সমর্পণ করাই স্থির হইল। পরদিন ১১এ এপ্রিল প্রত্যুষে সর্দার খ সিংহ এবং ব্রিটিশ-কর্মচারিদ্বয় মূলরাজের নিকট হইতে মুলতান দুর্গের স্বত্বাধিকার গ্রহণ করিলেন । দুর্গের সমস্ত চাবি তাহাদের হস্তগত হইল। দুই দল গুখ"সৈন্ত দুর্গ অধিকার করিয়া বসিল । নূতন শান্ত্রিদল দুর্গের প্রহরা-কার্যে নিযুক্ত হইল। সহসা এবংবিধ পরিবতনাদি সাধিত হওয়ায়, মুলতান দুর্গের সৈনিকপুরুষগণের মধ্যে দারুণ উত্তেজনার লক্ষণ প্রকাশ পাইল ; তাহারা দারুণ অপমানিত হইলবিলিয়া মনে করিতে লাগিল। অতঃপর, ইংরেজ-কর্মচারিদ্বয়, বাকচাতুর্যের বিকাশে, মূলতানের সৈন্তগণকে নূতন আশায় আশ্বাসিত করিয়া, প্রত্যাগনের জন্য প্রস্তুত হইলেন । কিন্তু সে অপমানের সময়, বৃথা লুদ্ধ-আশ্বাসে সৈন্তগণের উত্তেজনা নিবারিত হইবে কেন ? মূগরাজের সৈন্যগণ অনেকেই ক্ষেপিয়া দাড়াইল। ফটক পার হইয়া মিঃ এগনিউ খালের সাকোর উপর দিয়া ঘোড়া চালাইয়াছেন ;-অমনি মূলরাজের একজন সৈন্ত তীহাকে