পাতা:শিখ-ইতিহাস.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ইংরাজদিগের সহিত যুদ্ধ। ১৮৪৪ – ৪৬ ৷ বিষয় । م۹ ه) ویا - تهاج ১৮৪১ –শিখ এবং ইংরাজদিগের পরস্পর যুদ্ধ সংঘটনের বিষয় শুনিবার জন্য ভারতীয় জন-সাধারণের উৎকণ্ঠ, ইংরাজদিগের আতঙ্ক, শিখদিগের ভয়, ১৮০১ খ্ৰীষ্টাব্দের সন্ধি-সর্তের বিরুদ্ধাচরণে শতদ্রু অভিমুখে ইংরাজদিগের সৈন্য প্রেরণ, পেশোয়ার সম্বন্ধে ইংরাজদিগের মতামত ; ইংরাজগণ কর্তৃক শের সিংহকে সাহায্য প্রদানের অঙ্গীকার,—শিখদিগের সঙ্গে সঙ্গে সাধারণের উত্তেজনা বৃদ্ধি, তাৎকালিক বৃটিশ এজেণ্ট কর্তৃক শিখদিগের প্রতি তাচ্ছিল্যভাব প্রকাশে শিখদিগের আরও উত্তেজনা বৃদ্ধি, ম্যাজর ব্রডফুটের মতামত এবং উদ্দেশ্য ; তৎকর্তৃক প্রকাশুভাবে শিখদিগের অসন্তোষমুলক কার্যকলাপ সম্পন্ন হওন, ম্যাজর ব্রডফুটের কার্যকলাপে শিখদিগের সহিত অবশুম্ভাবী যুদ্ধের পূর্বাভাষ জ্ঞাপন, সার চার্লস নেপিয়রের কার্যকলাপ, শিখগণ কর্তৃক অনিবার্য যুদ্ধের প্রকাশু প্রমাণ স্বরূপ গ্রহণ, লাহোরের সামস্তগণ বা প্রধান প্রধান ক্ষমতাপন্ন ব্যক্তিগণ কর্তৃক আপনাপন উদ্দেশ্য সাধনার্থ জনসাধারণকে নিযুক্ত করণ, শিখসৈন্তের নিধন-সাধন উদ্দেশুে লাহোর কর্তৃপক্ষগণ কর্তৃক ইংরাজের বিরুদ্ধে শিখদিগের উত্তেজনা বৃদ্ধি, শিখগণ কতৃক শতদ্রু অতিক্রম, —এতৎ সত্বেও এই যুদ্ধের জন্য ইংরাজগণই সম্পূর্ণ দোষী, এখনও ইংরাজগণ কতৃক শিখদিগের প্রতি তাচ্ছিল্য ভাব প্রকাশ, ইংরাজদিগের অসহায় অবস্থ, শিখদিগকে বাধা প্রদানের জন্ত ইংরাজগণের আগমন, শিখদিগের সৈন্য সংখ্যা, শিখগণ কতৃক ফিরোজপুর আক্রমণের সম্ভাবনা ; কিন্তু সেনাপতিগণের ষড়যন্ত্রে ফিরোজপুর পরিত্যাগ, লাল সিং এবং তেজ সিংহের উদ্দেগু, শিখদিগের যুদ্ধ কৌশল, মুদকির যুদ্ধ, ফিরুসহরের যুদ্ধ এবং শিখদিগের প্রস্থান, ইংরেজদিগের আতঙ্ক ও বিপদাশঙ্কা, ১৮৪৬ -শিখগণ কতৃক শতদ্রু নদী পুনরতিক্রম, এবং তাহাদিগের লুধিয়ানা আক্রমণের উদ্যোগ, বাদোয়ালের খণ্ড যুদ্ধ, শিখদিগের উৎসাহ বৃদ্ধি এবং গোলাপ সিংহের লাহোর অভিমুখে গমনে বাধ্য হওন,