পাতা:শিখ-ইতিহাস.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उिँौग्न विष-बूक Woot কি ভজন্য দায়ী নহেন ? স্বগৃঙ্খলায় কার্য সম্পাদনের ভার গ্রহণ করিয়া যদি কেহ তাহা সম্পন্ন করিতে অক্ষম হয়, তজ্জন্য কি কখনও অন্যে দায়ী হইয়া থাকে ? অতএব, ইংরেজ রাজপুরুষদ্বয়ের এই নৃশংস হত্যাকাণ্ডে মূলরাজ বার্তাহার অধীনস্থ শিখসৈন্যগণ যতই কেন দায়ী হউক না, সে দায়িত্ব ইংরেজের স্বন্ধেও বড় অল্প আসিতেছে না। কিন্তু ইংরেজ প্রবল-প্রভাপশালী ; ইংরেজের প্রতি দোষারোপ করিবে, কাহার সাধ্য ? শিখগণের মন্দভাগ্য ; তাহদের গৌরবের তটে ভাঙ্গন ধরিয়াছে ; কুতরাং ইংরেজের বুদ্ধির দোষে,—তাহাঁদের বিশ্বাসঘাতকতার প্রতিফল-স্বরূপে,—ষে দুর্ঘটনা সংঘটিত হইল ; তাহার একমাত্র ফলভোগী হইতে চলিল কিনা,—শিখ সম্প্রদায় ! মূলতানে এই ইংরেজ কর্মচারিংয়ের হত্যার ফলেই দ্বিতীয় শিখ-যুদ্ধের সূচনা হইল ; পঞ্জাবের স্বাধীনতা-স্বর্য চিরতরে অন্তচূড়ায় শায়িত হইলেন। কাহার দোষে, কাহার ক্রটিতে, পঞ্জাবের ভাগ্যে কি ফল ফলিল, সাহস করিয়া কে আর বলিতে পারিবে ?