পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস • פט জন্যই সোত্ৰাওনের যুদ্ধের পর ইংরেজের প্রাণ র্কাদিয়া উঠিয়াছিল ; পাছে শিখগণের উচ্ছৃঙ্খলায় তাহাদের পরম মিত্র রণজিৎ সিংহের পুত্রের পঞ্জাব-রাজ্য ছারে খারে যায়,— এই আশঙ্কায়, স্বশাসন-স্বপালনের দোহাই দিয়া, ইংরেজ পঞ্জাবের শাসনভার গ্রহণ করিয়াছিলেন ; নাবালক দলীপ সিংহের হিতসাধনের ছলা করিয়াই, ইংরেজ লাহোরের কর্তৃত্বাধিকার প্রাপ্ত হইয়াছিলেন। কিন্তু তাহারই ফল,— তাহারই পরিণাম, কি এই দাড়াইল ? যুদ্ধ বাধাইলেন,—ইংরেজ ; যুদ্ধ করিলেন,—ইংরেজ ; কিন্তু রাজ্য গেল,— দলীপ সিংহের | বলিহারি—ইংরেজের ন্যায়নিষ্ঠা ! জিজ্ঞাসা করি, দলীপ সিংহ কোন দোষে দোষী ছিলেন ? ইংরেজ এ পর্যস্ত বলিতে পারিলেন না,— দলীপ সিংহের কি অপরাধে তাহার রাজ্য ইংরেজ কাড়িয়া লইলেন ? বিদ্রোহী দণ্ড পাউক ; তাহারা দণ্ড পাইবার উপযুক্ত। কিন্তু নির্দোষ দলীপ সিংহ কি করিবেন? অপরের দোষে দলীপ সিংহের রাজ্য যায় !—বলি ইংরেজ, এ তোমার কিরূপ ন্যায় বিচার ? এ সমস্তার মীমাংসা কখনও হইবে না ; ইংরেজের এ ন্যায়পরতার চিত্র ইতিহাসের পৃষ্ঠা হইতেও কখনও স্বলিত হইবে না। যখনই শিখজাতির কথা মনে হইবে, যখনই ডালহাউসির শাসন-নীতির কথা মনে পড়িবে, যখনই পঞ্জাবে ইংরেজ-রাজ্য প্রতিষ্ঠার কথা স্মরণ হইবে, যখনই ভারত-মানচিত্রের উত্তর-পশ্চিম-প্রান্তে দৃষ্ট সঞ্চালিত হইবে ;–তখনই সেই স্মৃতি জাগিয়া উঠিবে, ইংরেজের বন্ধুত্বের পরিণাম চিন্তায় প্রাণ অবসন্ন হইবে ।