পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিশিষ্ট । “দশম পাদসা কা গ্ৰন্থ" বা দশম রাজার গ্রন্থ, কিংবা বাদশাহ-পস্টিফ বা প্রধান ধর্মীচার্য গুরু গোবিন্দের গ্রন্থ টীকা।—“আদি গ্রন্থের” ন্যায় গোবিন্দের “দশম পাদসা’ক গ্রন্থ" আদ্যোপাস্ত কাব্যে পরিপূর্ণ। কিন্তু উভয় গ্রন্থের মধ্যে ছন্দ বৈষম্য পরিদৃষ্ট হয়। এই গ্রন্থ হিন্দী ভাষায় পঞ্জাবী বর্ণমালায় রচিত। শেষ অংশ পারস্ত ভাষায় লিখিত বটে ; কিন্তু বর্ণমালা সমূহ ‘গুরুমুখী’ । গোবিন্দের হিন্দী ভাষা এবং গাঙ্গ্য প্রদেশের আধুনিক প্রচলিত ভাষা, উভয়ই এক জাতীয় ; তন্মধ্যে পঞ্জাবী ভাষার কোনই বিশেষত্ব বর্তমান দেখিতে পাওয়া যায় না । - “দশম পাদসা কা গ্রন্থ” বা দশম রাজার গ্রন্থের একটি অধ্যায় ঐতিহাসিক বর্ণনামূলক। এই অধ্যায়ের নাম “বিচিত্র নাটুক বা নাটক” । উহা গোবিন্দের রচনা-প্রস্থত। কিন্তু রচনার বিশেষত্ব, ঘটনা-বৈচিত্র এবং বর্ণনা-চাতুর্য হেতু, পারস্ত ভাষায় ‘হিকাউত বা গল্পমালা, এই বিচিত্র নাটকে স্থান লাভ করিয়াছে। প্রথম খণ্ড অপেক্ষা অন্যান্য খণ্ডে অধিক পরিমাণ পৌরাণিক ঘটনাবলী সন্নিবদ্ধ রহিয়াছে। কিন্তু ইহাতে একেশ্বরবাদিতা, জগতপাতা হষ্ট-পালয়িতার মহত্ব ও সত্যতা সম্বন্ধে বহুসংখ্যক আদর্শস্থানীয় উদাহরণ বর্তমান থাকিলেও, ইহার আদ্যোপান্ত জড় জাগতিক বিচিত্র ঘটনাবলীতে পরিপূর্ণ। কথিত হয়, এই গ্রন্থের পাঁচটি অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের প্রথম কতকাংশ, গোবিন্দের রচনা-প্রস্থত। এই গ্রন্থের অবশিষ্ট ভাগ বা অধিকাংশই গুরুর চারিজন কেরাণী রচনা করিয়াছিলেন। কিন্তু সেগুলি গুরুর আদেশক্রমে লিখিত ; অথবা সেগুলি তাহাদের শ্রতিলিপি। এই গ্রন্থের রচয়িত্বগণের মধ্যে রাম এবং শুাম নামক দুই ব্যক্তির নামোল্লেখ দেখ যায়। কিন্তু যে অংশের বিষয় বলা হইতেছে, সেই অংশের গ্রন্থকারের কোন পরিচয় পাওয়া যায় না । "দক্ষিণ পাদসা কা গ্রন্থ" (চার পেঞ্জি বড় বড় পৃষ্ঠায়) ১০৬৬ পৃষ্ঠায় সম্পূর্ণ। প্রত্যেক পৃষ্ঠায় ২৩ লাইন, এবং প্রত্যেক লাইনে ৩৮ হইতে ৪১টি অক্ষর দেখিতে -পাওয়া যায়। "দশম রাজার গ্রন্থের" নির্ঘণ্ট ।

  • ম। “জপজি”,—চলিত ভাষায় ইহা ‘জপ নামে অভিহিত। এই অংশ, নানকের “জপজির” ক্রোড়পত্র বা পরিশিষ্ট বিশেষ। প্রতিদিন প্রত্যুষে এই স্তোত্র পাঠ করিতে হয় ; অধুনা প্রত্যেক ধর্মপ্রাণ শিখ সেই নিয়ম পালন করিয়া থাকে। দ্বি-চরণ বিশিষ্ট ১৯৮টি শ্লোক, ইহাতে সন্নিবদ্ধ, এবং ইহা সাত পৃষ্ঠায় সম্পূর্ণ। কোন কবিতার