পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য শিখ পক্ষের ঘোরসমর চিলিয়ানওয়ালায় ইংরাজ পক্ষের পরাজয় । ঐ যুদ্ধের জয়-পরাজয় সম্বন্ধে মত-পার্থক্য । পঞ্চম পরিচ্ছেদ। পঞ্জাবের পরিণাম । ১৮৪১ – মার্চ । বিষয় । |ంbret = 9వ ) চিলিয়ানওয়ালা যুদ্ধের পরিণাম, গুজরাটে শিখ-সৈন্য সমাবেশ ; ইংরাজ পক্ষের বিপুল আয়োজন, শের সিংহের পরাজয়, গুজরাট যুদ্ধের ফলাফল, মেজর লরেন্সের মুক্তি ; শের সিংহের সন্ধির প্রস্তাব, শিখ সম্প্রদায়ের পরিণতি ; সন্ধিপত্র । পঞ্জাবে বৃটিশ অধিকার ও ইংরেজের কোহিমুর লাভ, গবর্ণর-জেনারেলের ঘোষণা, দলীপ সিংহের নির্বাসন ও বৃত্তির ব্যবস্থা ; তৎকর্তৃক খৃষ্টধর্ম গ্রহণ ও র্তাহার পরিণাম ; মন্তব্য । পরিশিষ্ট ক ہَے د < e

  • পূর্ববর্তী সংস্করণে যষ্ঠ, চতুৰ্বিংশ ও পঞ্চবিংশ পরিশিষ্টে যথাক্রমে শিখ গুরুগণের, লাহেঁর রাজপরিবারের ও জামু পরিবারের বংশাবলী সংশ্লিষ্ট ছিল না। স্বতরাং এই পুস্তকে পরিশিষ্টের ক্রমিক সংখ্যার পরিবর্তন হইয়াছে। অতএব পাদটীকায় উল্লেখিত পরিশিষ্ট সংখ্যার সহিত বিষয়বন্ত মিলাইয়া পড়িতে হইবে।