পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ দেশের বিবরণ ও অধিবাসীগণ শিখ-অধিকৃত এবং তৎকতৃত্বাধীন শাসিত রাজ্যের ভৌগলিক সীমা—জলবায়ু ও উৎপন্ন দ্রব্যাদি —অধিবাসীগণ, তাহাঁদের ভিন্ন ভিন্ন জাতি— বংশ —জনসাধারণের ধর্ম ;—জাতি ও ধর্মের বিশেষ লক্ষণ এবং পরিণাম:-ভিন্ন ভিন্ন জাতির আংশিক উপনিবেশ স্থাপন ;- বিভিন্ন জাতির স্বধৰ্ম-ত্যাগ ও ধর্মাস্তুর গ্রহণ ] খৃষ্টীয় ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ক্ষত্ৰিয়বংশ সস্তৃত শিখগুরু নানক এবং গোবিন্দ ধর্মসংস্কার ও সমাজস্বাধীনতা বিষয়ে স্ব স্ব মত প্রচার করিলে, লাহোর ও শতদ্রু নদীর দক্ষিণ তীরবর্তী কৃষিজীবী জাঠ অধিবাসীগণ সেই নবপ্রচারিত ধর্মমত অবলম্বন করিয়া র্তাহীদের শিষ্যত্ব গ্রহণ করে। শিখ অর্থাৎ "শিখ সম্প্রদায়’ এক্ষণে একটি জাতিরূপে পরিণত । দিল্লী হইতে পেশোয়ার ও সিন্ধু হইতে কারাকোরাম পর্বতশ্রেণী পৰ্য্যন্ত বিশাল ভূখণ্ডে তাহাঁদের অধিকার ও আধিপত্য বিস্তৃত । এরূপে শিখ জাতির অধিকৃত রাজ্য উত্তর অক্ষাংশের অষ্টাবিংশতি ও ত্রিংশৎ সমান্তরাল রেখার ( 28th and 30th parallel of north latitude) এবং পূর্ব দ্রাঘিমার একসপ্ততি ও সপ্তসপ্ততি সংখ্যক মাধ্যদিন Gofa ( 71st and 77th meridians of east longitude) of offa's হইতে খাইবার পাশ’ পৰ্য্যন্ত সাড়ে চারি শত মাইল পরিমিত একটি ভূমি-রেখা টানিলে, তাহার উপর দুইটা সমবাহু ত্রিভূজ অঙ্কিত হইতে পারে ; রণজিৎ সিংহের বিজিত রাজ্য এবং শিখ-জাতির স্থায়ী উপনিবেশ সমূহ তাহারই অন্তর্গত। শিখ-রাজ্য এইরূপে মধ্যবর্তী অক্ষাংশ সমূহের কেন্দ্রস্থলে অবস্থিত বলিয়, আফ্রিকা ও আমেরিকার উত্তরবর্তী প্রদেশসমূহের সহিত ইহার অনেক সাদৃশু পরিলক্ষিত হয়। সমূত্রের জলরেখা হইতে অনধিক উচ্চ প্রান্তর এবং দুই তিন মাইল উচ্চ পর্বতমালা সমাচ্ছন্ন থাকায় এই বিশাল শিখরাজ্যে প্রকৃতির আবর্তনে সর্বত্রই বিবিধ প্রকার জলবায়ুর প্রভাব দৃষ্ট হয়, এবং স্বভাবজাত সৰ্ববিধ দ্রব্যই জন্সিয়া থাকে। লুকের শীত দীর্ঘকাল স্থায়ী এবং অসহনীয় ; বৎসরাদ্ধ কাল স্থানটী তুষারাচ্ছন্ন থাকে; নিভূত প্রাপ্তরের নিস্তব্ধতায় হৃদয়ে ভয়ের সঞ্চার হয়, এবং কোন সজীব প্রাণী দৃষ্টিগোচর হয় না। এই পর্বতমালা-সমাচ্ছন্ন উচ্চ অল্পর্বর প্রদেশ শাল-পশম উৎপন্নকারী রোমবিশিষ্ট ছাগলের