পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 পরিশিষ্ট । সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আর কতকগুলি ব্যক্তি “দিয়ানা” অথবা সরল উন্মাদ নামে পরিচিত। কথিত হয়, গুরুর বিশ্বাসী জনৈক ব্যক্তি এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। সেই ব্যক্তি গুরুর কার্যে নিযুক্ত থাকিয়া অধ্যবসায় সহকারে পূজোপহার সংগ্ৰহ করিত। এই কার্যে নিযুক্ত থাকা সময়ে, সেই ব্যক্তি আপন উষ্ণাবে ময়ূরপুচ্ছ ধারণ করিত। অপর একটি সম্প্রদায়ের নাম,—“মুৎসদ্ধি” ( অথবা হয়তো মুচ্ছদি বা কেরাণী কিংবা লেখক সম্প্রদায় )। যাহারা ধর্মের অনুশাসন রূপে নানকের ‘জপ” গ্রহণ করিয়াছিল, মুসলমান ধর্মাবলম্বী সেই সকল শিন্তের সম্মিলনে এই সম্প্রদায় সংগঠিত। কথিত হয়, সিন্ধু নদের পূর্বতীরবর্তী প্রদেশ সমূহে “মুৎসদ্ধি’গণের নির্দিষ্ট বাসস্থান বর্তমান রহিয়াছে। ভ্ৰষ্ঠ পরিশিষ্ট । লাহোর গবর্ণমেণ্টের সহিত ১৮০৬ খৃষ্টাব্দের সন্ধি । (সর্দার রণজিৎ সিং এবং সর্দার ফতে সিহের সহিত অনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর, বন্ধুত্বব্যঞ্জক ও একতামূলক সন্ধি ( ১৮৯৬ খৃষ্টাব্দের ১লা জানুয়ারী । ) সর্দার রণজিৎ সিং এবং সর্দার ফত্তে সিং উভয়েই নিম্নলিখিত সন্ধি সর্তে সম্মত হওয়ায়, গবর্ণর-জেনারেল অনারেবল সার সর্জ হিলারো বার্লো, বার্ট, মহোদয় কর্তৃক সম্পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত, রাইট অনারেবল লর্ড লেকের বিশেষ আদেশ মতে, কোম্পানীর পক্ষ হইতে, লেফটুনান্ট-কর্ণেল জন ম্যালকম, সর্দার ফতে সিং স্বয়ং, এবং রণজিৎ সিংহের পক্ষ হইতে রাজদূত রূপে সর্দার ফতে সিং উপস্থিত থাকিয়া, এই সন্ধি স্বাক্ষরিত এবং বিধিবদ্ধ করিলেন ; ১ম সর্ত। সর্দার রণজিৎ সিং এবং সর্দার ফতে সিং আলহওয়ালিয়া উভয়েই এই সর্ত মতে অঙ্গীকার করিতেছেন যে, যাহাতে যশোবন্ত রাও হোলকার তাহার সৈন্য সহ শিখ রাজ্য পরিত্যাগ করিয়া, অমৃতসর হইতে ত্রিশ ক্রোশ দূরবর্তী কোন স্থানে যাইতে বাধ্য হন, সর্দারদ্বয় উভয়েই তাহার উপায় বিধান করিবেন। অতঃপর হোলকারের সহিষ্ঠ তাহাদের কোনই সম্বন্ধ থাকিবে না ; সৈন্য দ্বারা কিংবা অন্ত কোন প্রকারে হোলকারকে কোনরূপ সহায়তা করিতে পারিবেন না। সর্দার রণজিৎ সিং এবং সর্দার ফতে সিং আলহওয়ালিয়া এই সর্তে অরেও প্রতিজ্ঞাবদ্ধ হইতেছেন যে, যশোবন্ত রাও হোলকারের ষে সকল সৈন্ত নিরাপত্যে দক্ষিণাপথ অভিমুখে তাহাদের স্বদেশে প্রত্যাবৃত্ত