পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Q9 পরিশিষ্ট সেই সেই স্বত্ব এবং প্রভুত্ব ক্ষমতার সম্পূর্ণ অধিকারী রছিলেন। বৃটিশ গবর্ণমেন্ট তাঁহাদের সে স্বাধীনতায় কখনও হস্তক্ষেপ করিবেন না । চতুর্থ সর্ত। সাধারণের মঙ্গলবিধানার্থ যদি কখনও কোন বৃটিশ সৈন্য পূর্বোক্ত সামস্তগণের রাজ্যের মধ্য দিয়া গমন করে, তাহ হইলে, প্রত্যেক সামস্ত আপনাপন অধিকৃত রাজ্যের মধ্যে সেই সৈন্যদলকে যথাসাধ্য সাহায্য প্রদান করিবেন। যদি সেই সৈন্যদল তাহাদের নিকট রসদাদি কিংবা অন্য কোন আবশ্বকীয় দ্রব্য পাইবার প্রার্থনা জানায়, তাহা হইলে, সামস্তগণ সেই সৈন্যদলের অভাব পূরণ করিতে বাধ্য হইবেন। সামস্তগণের মনে রাখা উচিত যে, ইহা তাঁহাদের কর্তব্য এবং তাঁহাদের পক্ষে ইহা অপরিহার্য। পঞ্চম সর্ত। যদি কোন দিক হইতে কোন শক্ৰ আসিয়া বৃটিশ সাম্রাজ্য আক্রমণ করে, তাহা হইলে, বন্ধুত্বের পরিচয় স্বরূপ এবং পরস্পর স্বার্থনীতি অনুসারে, প্রত্যেক সামস্তই আপনাপন সৈন্যসহ বৃটিশ সৈন্যের সহিত যোগদান করিবেন। তাহার যখন শক্ৰকে বিতাড়িত করার জন্য অশেষ চেষ্টা করিবেন, তখন র্তাহাদিগকে স্বনিয়ম এবং রীতিমত আনুগত্যের বশবর্তী হইতে হইবে । ষষ্ঠ সর্ত। পূর্বদেশীয় স্থানসমূহ হইতে সৈন্যদলের ব্যবহারের জন্য যে সকল ইউরোপীয় পণ্যজাত আনীত হইবে, তাহার কোনরূপ ক্ষতি না করিয়া, বা কোন প্রকার শুষ্ক না চাহিয়া, সামস্তগণের থানাদার এবং সর্দারগণ অবাধে সেই সকল দ্রব্যজাত ছাড়িয়া দিবেন। সপ্তম সর্ত। অশ্বারোহী সৈন্যদলের ব্যবহারের জন্য সারহিন্দ অথবা অন্য কোন স্থানে যে সকল অশ্ব খরিদ করা হইবে, সেই অশ্ব আনয়নকারিগণের নিকট দিল্লীর রেসিডেন্ট অথবা সারহিন্দের প্রধান কর্মচারীর মোহরাঙ্কিত “রাহাদারী" থাকিলে, উপরোক্ত সামস্তগণ, তাহাদিগের রাজ্যমধ্যে, সেই সকল ব্যক্তিগণকে কোনরূপে বাধা প্রদান করিতে পারিবেন না, তাহাদিগের প্রতি সর্বপ্রকার অত্যাচার উৎপীড়নে বিরত থাকিবেন এবং সামন্তগণ তাহাদিগের নিকট হইতে কোনরূপ বাণিজ্য শুল্ক আদায় করিতে পারিবেন না ।