পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্ৰিপক্ষীয় সন্ধি & X রাজ্যের সহিত কোনরূপ সম্বন্ধ স্থাপনের চেষ্টা করিতে পারিবেন না ; যদি কেহ অস্ত্ৰ-শস্ত্র সাহায্যে বৃটিশ-গবর্ণমেণ্টের বা শিখ-গবর্ণমেণ্টের রাজ্য আক্রমণ করিবার জন্য অগ্রসর হয়, সা-স্বজা যথাশক্তি তাহার প্রতিরোধ করিবেন। এই সন্ধি-সংশ্লিষ্ট শক্তিত্রয় অর্থাৎ বৃটিশ-গবর্ণমেণ্ট, মহারাজ রণজিৎ সিংহ এবং সাস্বজ-উল-মুলক্, পূর্বোক্ত সর্তসমূহে অস্তরের সহিত সন্মতি জ্ঞাপন করিতেছেন। কাচ এই সন্ধি-সর্তসমূহের ব্যত্যয় ঘটবে না , সেক্ষেত্রে বর্তমান সন্ধিপত্রের সতে সকলেই চিরকাল বাধ্য থাকিবেন ; যে দিন হইতে শক্তিত্রয় এই সন্ধিপত্রে স্বাক্ষর ও শিল-মোহর অঙ্কিত করিবেন, সেই দিন হইতেই এই সন্ধি অমুসারে কার্য চলিতে থাকিবে । ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের ২২শে জুন অর্থাৎ ১৮৯৫ বিক্রমজিৎ অব্দের ১৫ই আষাঢ় লাহোরে এই সন্ধিপত্র সম্পন্ন হইল । ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের ২৩শে জুলাই, শিমলা-শৈলে রাইট অনারেবল গবৰ্ণর জেনারেল কর্তৃক উহা অনুমোদিত এবং সমর্থিত হইল । ( স্বাক্ষর। ) অকল্যাণ্ড। রণজিৎ সিং । স্বজ-উল-মুলক্ । চতুর্দশ পরিশিষ্ট। সিন্ধুনদ এবং শতকেতে বাণিজ্য-শুস্ক সম্বন্ধে ১৮৩৯ খৃষ্টাব্দের চুক্তিপত্র। শতদ্রু এবং সিন্ধুনদে পণ্যদ্রব্য গমনাগমনের জন্য যে শুদ্ধ গৃহীত হইত, তৎসম্বন্ধে ১৮৩২ খ্ৰীষ্টাব্দে এক অতিরিক্ত সন্ধি হয় ; সেই সন্ধি-সতের পরিবর্তনে লাহোরগবর্ণমেণ্টের সহিত যে চুক্তিপত্র নির্দিষ্ট হইল, তাহারই বিবরণ। ( ১৯৩১ খ্ৰীষ্টাব্দের ১৯শে মে । ) এ যাবৎ ক্ষুদ্র ও বৃহদাকার সর্ব প্রকার বাণিজ্য-তরণীর উপরই একই হারে বাণিজ্যশুদ্ধ আদায় করা হইতেছে। তাঁহাতে অনেক স্থলে নানাপ্রকার অভিযোগ এবং আপত্তি উখাপিত হয়। সওদাগরগণের প্রার্থনা,—বোকাই মালের মণ হিসাবে, প্রতি মণে, কিংবা বাণিজ্য-পোতের আকৃতি হিসাবে প্রতি পোতের উপর, শুদ্ধ নিৰ্দ্ধারিত হউক। অতএব এক্ষণে স্থিরীকৃত হইল যে, অতঃপর লুধিয়ান, ফিরোজপুর অথবা মিথেনকোট —এই তিনটি নগরের কোন এক নির্দিষ্ট স্বান হইতে, একই নগরে, সমস্ত