পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাহোরের সহিত প্রথম সন্ধি । - حيخ وع দাবী দাওয়া বা সম্বন্ধ পরিত্যাগ করিতেছেন ; কখনও তাহার সেই সকল সম্পত্তির উপর বা তৎপ্রদেশের অধিবাসীর উপর কোন দাবী দাওয়া করিবেন না। ৩য় সত । দোয়াবের অথবা শতদ্রু এবং বিপাশা নদীর মধ্যবর্তী দেশে, পর্বতে এবং সমতল ক্ষেত্রের র্তাহার সমস্ত দুর্গ, সম্পত্তি এবং স্বত্ব, অনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীকে প্রদান করিলেন ; ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী চিরকাল তৎসমুদ্ৰায়ে আধিপত্য বিস্তার করিতে পারিবেন। - ৪র্থ সত। তৃতীয় সতে লিখিত সম্পত্তিসমূহে অধিকার প্রাপ্তি ব্যতীত, যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য ক্ষতিপূরণ স্বরূপ, ব্রিটিশ গবর্ণমেণ্ট, লাহোর গবর্ণমেণ্টের নিকট আরও দেড় কোটি টাকা দাবী করিলেন ; ঐ সমস্ত টাকা লাহোর গবর্ণমেণ্ট এক কালে প্রদান করিতে অপারগ ; এবং তৎসম্বন্ধে সন্তোষজনক জামীন দিতে পারিলেন না ; সেই হেতু মহারাজ সিন্ধুনদ এবং বিপাশা নদীর মধবর্তী পার্বত্য প্রদেশ এবং কাশ্মীর ও হাজার প্রদেশ প্রভৃতির সমস্ত দুর্গ, সম্পত্তি, স্বত্ব এবং তাহার আয়, অনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীকে প্রদান করিলেন ; অর্থাৎ মহারাজের প্রায় এক ক্রোড় টাকা আয়ের সম্পত্তিতে অনারেবল ইষ্ট ইণ্ডির কোম্পানী চিরকালের জন্য আধিপত্য লাভ করিলেন । ৫ম সর্ত। সন্ধিপত্র নিম্পন্ন হইবার পূর্বে বা সময়ে, মহারাজ, বৃটিশ গবর্ণমেণ্টকে অবশিষ্ট ৫০ লক্ষ টাকা প্রদান করিবেন। ৬ষ্ঠ সর্ত। লাহোর সৈন্যদলের মধ্যে হইতে বিদ্রোহী সেনাদিগের অস্ত্র-শস্ত্র কাড়িয়া লইয়া মহারাজ তাহাদিগকে দলচু্যত করিতে প্রতিশ্রত রহিলেন ; ভূতপূর্ব মহারাজ রণজিৎ সিংহের সময়ে যে প্রকার বিধি-বিধান প্রবর্তিত ছিল, ‘রেগুলার' বা ‘আইন' পদাতিক সৈন্যদলকে যে প্রকার বেতন ও ভাতা দেওয়ার ব্যবস্থা ছিল, এক্ষণে মহারাজ সেই সকল নিয়ম পুনঃপ্রবর্তনীয় স্বীকৃত হইলেন । এই সর্তের বিধানমতে, যে সকল সৈন্যদলকে পদচ্যুত করা হইবে, তাহাদিগের বাকী প্রাপ্য মহারাজ পরিশোধ করিতে বাধ্য রছিলেন । ৭ম সর্ত। অতঃপর লাহোর গবর্ণমেণ্টের নির্দিষ্ট সৈন্যদলের সংখ্যা নিৰ্দ্ধারিত হইল ; —২৫টা পদাতিক সৈন্য দলের প্রত্যেক দলে ৮ শত বন্দুকধারী সৈন্য থাকিবে ; তব্যতীত ১২ হাজার অশ্বারোহী সৈন্ত লাহোর গবর্ণমেণ্ট রাখিতে পারিবেন। বৃটিশ গবর্ণমেন্টর সম্মতি ব্যতীত, লাহোর গবর্ণমেণ্ট কখনও এই সৈন্যের পরিমাণ বৃদ্ধি করিতে পারিবেন না । যদি কখনও কোন বিশেষ কারণ বশতঃ সৈন্য-সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হয়, তাহা হইলে, তাহার কারণ পরম্পরা বিস্তৃতরূপে বৃটিশ গবর্ণমেন্টেকে জানাইতে হইবে । বিশেষ কোন কারণে সৈন্য-সংখ্যা বৃদ্ধি করা হইলে, সেই কারণ দূর হইলে, এই সতের প্রথমাংশে লিখিত নিয়মানুসারে, সৈন্যসংখ্যা কমাইতে হইবে।