পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাহোরের সহিত প্রথম সন্ধি । ፃ » পুরস্কার স্বরূপ কতকগুলি রাজ্য প্রদান করিয়া মহারাজ, রাজা গোলাপ সিংহকে স্বাধীন রাজা বলিয়া স্বীকার করিবেন ; স্বৰ্গীয় মহারাজ খড়গ সিংহের সময় যে সকল প্রদেশে রাজা গোলাপ সিংহের আধিপত্য বিস্তৃত ছিল তৎসমুদায়, এবং যে পার্বত্য প্রদেশ ও রাজ্য অতঃপর স্বতন্ত্র চুক্তিপত্রে বৃটিশ গবর্ণমেণ্ট, রাজা গোলাপ সিংহকে প্রদান করিবেন, তৎসমুদায় মহারাজ স্বাধীন বলিয়া মনে করিলেন। রাজা গোলাপ সিংহের সদ্ব্যবহারের পুরস্কার স্বরূপ ঐ সকল প্রদেশে, বৃটিশগবর্ণমেণ্টও রাজা গোলাপ সিংহকে স্বাধীন বলিয়া স্বীকার করিলেন ; তাহার সহিত বৃটিশ গবর্ণমেণ্টের স্বতন্ত্র সন্ধিসর্তে সেই সকল বিষয় নিৰ্দ্ধারিত হইবে । ১৩শ সত । রাজা গোলাপ সিংহ এবং লাহোর রাজ্যের মধ্যে যদি কখনও কোনও বিবাদ উপস্থিত হয়, বৃটিশ গবর্ণমেণ্ট তাহার মধ্যস্থত করিবেন ; এবং মহারাজ তাহ মানিতে বাধ্য হইবেন । ১৪শ সত। বৃটিশ-গবর্ণমেণ্টের সম্মতি ব্যতীত লাহোর রাজ্যের সীমা কখনও পরিবর্তিত হইতে পারিবে না। ১৫শ সত । লাহোর রাজ্যের আভ্যন্তরীণ শাসন সম্বন্ধে বৃটিশ-গবর্ণমেণ্ট কোনরূপ হস্তক্ষেপ করিবেন না ; কিন্তু কখনও কোন প্রশ্নের মীমাংসা সম্বন্ধে বৃটিশ-গবর্ণমেণ্টের মতামত জিজ্ঞাসা করিলে, লাহোর গবর্ণমেণ্টের শুভকল্পনায়, গবর্ণর জেনারেল ভবিষয়ে সছুপদেশ প্রদান করিয়া যথোচিত সাহায্য করবেন। - ১৬শ সত । উভয় রাজ্যের কোন একটি রাজ্যের প্রজা যদি অপর রাজ্যে গমন করে, তাহা হইলে, তাহাদিগের প্রতি আপনার রাজ্যের প্রজার ন্যায় সদ্ব্যবহার করিতে হইবে । গবর্ণর জেনারেল, রাইট অনারেবল সার হেনরী হাডিঞ্জ, জি, সি, বি, মহোদয় কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, বৃটিশ গবর্ণমেণ্টের পক্ষীয় ফ্রেডরিক কারি, এস্কোয়ার, এবং ব্রেভেট মেজর হেনরী মণ্টগোমরী লরেন্স, কর্তৃক ষোলটি সত্যুক্ত এই সন্ধিপত্র অদ্য স্থিরীকৃত হয় ; মহারাজ দলীপ সিংহের পক্ষে, ভাই রাম সিং, সর্দার তেজ সিং, সর্দার ছত্র সিং আতরিওয়ালা, সর্দার রঞ্জোর সিং মজিথিয়া, দেওয়ান দীননাথ এবং ফকীর হরউদ্দীন উপস্থিত থাকিয়া এই সন্ধিলত ধার্য করেন। গবর্ণর জেনারেল রাইট অনারেবল সার হাডিজ, জি, সি, বি, মহোদয় এবং হিজ হাইনেস মহারাজ দলীপ সিং কর্তৃক এই সন্ধিপত্র মোহরাঙ্কিত হইয়া অন্ত অম্বমোদিত হইল । ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ৯ই মার্চ, ( ১২৬২ হিজরী ১• রবিয়ুলওয়াল দিবসে ) লাহোরে এই সন্ধিপত্র সম্পন্ন, এবং সেই দিনই উহা অঙ্গুমোদিত হয়।