পাতা:শিখ-ইতিহাস.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাহোরের সহিত দ্বিতীয় সছি। ግፃ স্বপরামর্শের প্রার্থী। র্তাহাদের মতে লাহোর-গবর্ণমেণ্টের রক্ষাকল্পে বৃটিশ গবর্ণমেণ্টর সাহাৰ্য বিশেষ প্রয়োজন হুইয়াছে। তাঁহাদের সেই প্রার্থনা অনুসারে, কতকগুলি সর্তের অধীনে, গবর্ণর জেনারেল নিম্নলিখিত চুক্তিপত্রে, বিগত ১১ই মার্চ তারিখে লাহোরে ষে চুক্তিপত্র ধার্য হইয়াছিল, তাহার কিঞ্চিৎ পরিবর্তন সাধন করিতেছেন । গবর্ণর জেনারেল রাইট অনারেবল ভাইকাউন্ট হর্ডিঞ্জ, জি, সি, বি, কর্তক সম্পূর্ণরূপ ক্ষমতাপ্রাপ্ত, গবর্ণরজেনারেলের উত্তর-পশ্চিম সীমাস্ত প্রদেশের এজেণ্ট, লেফটেনাণ্টকর্ণেল হেনরি মণ্টগোমরি লরেন্স,সি, বি, এবং ভারত গবৰ্ণমেণ্টের সেক্রেটরী, ফ্রেডারিক কারি এস্কোয়ার, এতদুভয়ে বৃটিশ গবর্ণমেণ্টর পক্ষে এই সন্ধিসর্ত স্থিরীকরণে নিযুক্ত হইয়াছেন। সর্দার তেজ সিং, সর্দার শের সিং দেওয়ান দীননাথ, ফকীর সুরউদ্দীন, রায় কিষণ চাদ, সর্দার রঞ্জোর সিং মজিথিয়া উত্তর সিং কালীওয়াল, ভাই নিধান সিং, সর্দার র্থ সিং মজিথিয়া, সর্দার শমসের সিং, সর্দার লাল সিং, মোরারিয়া, সর্দার খের সিং সিন্ধানওয়ালা, সর্দার অজুন সিং রাঙবাঙ:গ্নিয়া, লাহোরে সমবেত সমস্ত, সর্দারগণের সন্মতিক্রমে একমত হইয়া মহারাজ দলীপ সিংহের পক্ষে এই সন্ধিসর্তে সামস্ত ও সর্দারদিগের সন্মতিক্রমে একমত হইয় । হিজ হাইনেস মহারাজ দিলীপ সিংহের পক্ষে সন্ধিসর্তে সম্মতি জাপন করিলেন । ১ম সর্ত। ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১ই মার্চ বৃটিশ গবর্ণমেণ্ট এবং লাহোর প্লেটের মধ্যে যে সন্ধি ধার্য হয়, সেই সন্ধির অন্তর্গত পঞ্চদশ ধারা ব্যতীত অপরাপর ধারা বিষয়ে উভয় গবর্ণমেণ্ট সমভাবে বাধ্য থাকিবেন ; উক্ত পঞ্চদশ ধারা সম্বন্ধে আপাততঃ কিছুদিনের জন্ত কিঞ্চিৎ পরিবতন সাধিত হইল । ২য় সত। উপযুক্তরূপে সহকারিগণের সহিত একজন বৃটিশ কর্মচারী গবর্ণর জেনারেল কর্তৃক নিযুক্ত হইয়া লাহোরে অবস্থিতি করিবেন । রাজ্যের সমস্ত বিভাগের কার্যাবলীর উপর তাহার আধিপত্য থাকিবে ; তাহার আদেশমত সমস্ত সৈন্য পরিচালিত হইবে । ৩য় সত । জনসাধাণের প্রকৃতি এবং মনোভাবের প্রতি লক্ষ্য রাখিয়া, জাতীয় আচার ব্যবহার, শিক্ষা-পদ্ধতি ও ধর্মকর্ম রক্ষা করিয়া এবং সকল সম্প্রদায়ের ন্যায্য স্বত্বের প্রতি হস্তক্ষেপ না করিয়া শাসন কার্য পরিচালিত হইবে। ৪র্থ সত । শাসনের প্রণালী এবং বিভাগ সম্বন্ধে কোন পরিবতন সাধিত হইবে না। তবে লাহোর গবর্ণমেণ্টের ন্যায্য স্বত্ব রক্ষার জন্য, এবং পূর্ববর্তী সর্তের উদেণ্ডসমূহ পালন জন্য, শাসন প্রণালীর কোন পরিবতন আৰপ্তক হইলে তাহা করা হইবে । আপাততঃ দেশীয় কর্মচারীদিগের দ্বারাই রাজকীয় সদস্ত-সভার তত্বাবধানে সকল কার্ষ সম্পন্ন হইবে ; প্রধান প্রধান সামন্ত এবং সর্দারগণকে লইয়া বৃটিশ রেসিডেন্টের পরিচালনে এবং শাসনাধীনে সদস্ত-সভা গঠিত হইবে। ৫ম সতর্ণ। আপাততঃ নিম্নলিখিত ব্যক্তিগণকে লইয়। রাজকীয় সদস্ত সভা (Council of Regency) গঠিত হইবে —ষধ, সর্দার তেজ সিংহ, সর্দার শের সিং অতিৰি