পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ציה ) মুর্থ তারা কি বুঝিবে শুশ্ন ধৰ্ম্ম তত্ব । বোনাইয়। ধুয়ে ফেল হবে শুদ্ধ সহ ॥ ক্ষুদ্র মাছে গোল নাই আস্ত রোপে খাও । কণকড়ার দাড়া ভেঙ্গে দে দণর চালাও ॥ কাকড়াটা ফল গণ্য জীব কেবল বলে । বড় জাতি পানি-ফল লিস্কুজলে ফলে ॥ নেড়। দাস বাবাজীর শ্ৰীমুখের বানী । প্রকাশ করিয়া বলি যতদূর জানি । জবা ফুল, ওড় ফুল, শোণিত-চন্দন । প্ররক তীর রক্তে ধাত। করিল স্বজন ॥ ধুইলে ঘুচে না রক্ত থাকে চিরকাল । ভিতরে বাহিরে তাই তাগা গোড়। লাল । সাবধান, প্রাণ গেলে ছুয়োনা ত্রিপত্র । বৈষ্ণবের পক্ষে ইহণ অতি অপবিত্র ॥ এক মনে সকলে শুনিল উপদেশ । র হল না মনে আর সন্দেহের লেশ ॥ গাজা খোর প্রেমদাস দারুণ গো গুণর । বাহির করিল এক শাণিত কুঠার ॥ বাগানে যা ইয়। কাটে সব রাঙা ফুল । অশোক কিংশুক জবা পলাশ সিমুল ॥ অবশেষে বিলুমূলে আনিল কুঠার । সুন্দর সু-স্বাদ বড় বড় ফল তার ॥