পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సెం ) সাধে কি ইহারে লোক বলে মহামায়া । বৈষ্ণবের গাছে আছে লুকাইয়া কায় ॥ কথকের মুখে আজি পেয়েছি সন্ধান । গাছ কেটে এখনি ঘুচাবো বাসস্থান ॥ ছোট ভাই হরির গোড়ামী বাড়া বাড়ি । শাক্ত শৈব দেখিলেই করে তাড়া তাড়ি ॥ গুরুভক্ত এমন জগতে নাই অার | গুরুর কৃপায় তার বেড়েছে পসার । হরি বলে, শঙ্কর কিসের ধৰ্ম্মভ্রাতা । উহার গুণের কথা মনে আছে গঁথা ৷ মায়ার পুতলি উনি কে বলে সরল । জ্বরাসন্ধ দৈত্যের ছিলেন অনুবল । শুনিয়াছি গোপনেতে বর দেন তারে । দেশ ছাড়া হন কৃষ্ণ তার অত্যাচারে । এইরূপে হরির বাড়িল জাতক্ৰোধ । মনে ভাবে কিরূপে তুলিবো এর শোধ । বাপার সন্ন্যাসী এক চৈত্রের গাজনে । দণ্ডী দিয়া পথ হাটে উত্থান পতনে ॥ আগে গিয়া খাজুরের কাটাপোতে পথে । সন্ন্যাসীর বুকে বিধে ভাসে রক্তস্রোতে ॥ উপবাসে পথ ক্লেশে শীর্ণ কলেবর । দারুণ আঘাতে হলো অধিক কাতর ॥