পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( నాళి ) কেঁদে বলে, কোথা হে ! দয়াল মহেশ্বর । চাপিয়া বিকট হাসি আসিয়া নিকটে । বিদ্রুপ ভঙ্গিতে হরি জিজ্ঞাসে কপটে ॥ আহা মরি তুমি বাপু বল কার ভক্ত । উৎসগ করিলে কারে হৃদয়ের রক্ত ॥ ভাঙ্গড় পাগল বিনা কার হেন হিয়া । কেচায় ভক্তের রক্ত দেবত হইয়া ॥ সন্ন্যাসী বলিল তুমি জাতিতে ব্রাহ্মণ । শিবের স্বাত্বিক পূজা জাননা কেমন ॥ ব্যঙ্গ ছলে, বলে হরি হইয়াছে ভুল । শাস্ত ঘটে সদানন্দ খাদ্য ফল মূল ॥ ভাঙ্গে ভোর ধুতুরার নেশায় বিহবল ৷ গৃহীণীর চাই কিন্তু মহিষ ছাগল ॥ সেই খেদে দিন কত ছাড়িয়া কৈলাস । করিয়াছে বুড়া এই দেশে গুপ্ত বাস ॥ দিয়াছে মুকুল ঘোষ সুন্দর মন্দির । সন্ধান পাইয়া মাগী হয়েছে হাজির ॥ এতদিন ফুদ্ধের ছিলন। গোলমাল । রাক্ষসী ঘরণী লম্নে বেধেছে জঞ্জাল ॥ সদ্যরক্ত মদ্যমাংস দিতে হয় তারে । ক্রটি হলে ভুমে ফেলে বুকে লাথি মারে ।