পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సె6 ) দয়াল দেবতা হেন দেখিয়াছে কেবা । দেবী খান বুক চিরে ধরে দেন দেবী ॥ প্রাণে যদি সাধ থাকে ঘরে যাও ফিরে । । নিবারণ করি বাপ ! যেওনা মন্দিরে ॥ আমরা সকল জানি গুপ্ত সমাচার । রক্ত বিনা রাক্ষসীর কথা নাই অণর ॥ বাধিয়াছে সন্ন্যাসী মহলে হুল স্কুল । কারো জিব ফোড়া কারো বেঁধা বাহুমূল । যাইলে এড়ান নাই করে পীড়াপীড়ি । ঘাটে পথে উঠানে রক্তের ছড়াছড়ি ॥ কপটীর কুটবাক্যে সন্ন্যাসী আকুল । কাদিয়া মানসে ডাকে, কোথা দয়াময় ! একাথা নন্দী আন সেই ভীষণ ত্ৰিশূল । পাপীষ্ঠের পাপ বাণী কাণে নাহি সয় ॥ ফুটিল কণ্টক বক্ষে বহিছে রুধির । তথাপি গেলনা কেন এপাপ পরাণ । বজ্ৰবাণী শুনে কেন না হই বধির ॥ না জানিহে কোন পাপে এ-দও বিধান । ,