পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సెఅ ) শিব নিন্দ শুনিয়। রাখিতে মাই প্রাণ । অথবা নিন্দুকে মারি এই শাস্ত্রনীতি । কিন্তু এ-অবধ্য জাতি ব্রাহ্মণ সস্তান ॥ নিজ মৃত্যু বিনা আর নাহি অন্য গতি ॥ রক্তপাতে ব্ৰতভঙ্গ করিলেন বিধি । তবে তার অসারজীবনে কিবা ফল । অতএব এই ভিক্ষা চাহি গুণ-নিধি ॥ অন্তকালে পাই যেন চরণ কমল ॥ লইলাম ধুলিশয্যা জনমের মত । ইচ্ছ। এই, তার যেন উঠিতে না হয় । কোথা গো মা কাল-নিদ্রা এসো চক্ষে দ্রুত ॥ চিরকাল তব কোলে দেও গো আশ্রয় ॥ ধিক্ বিপ্রবটু ধিক শিব নিন্দাকারী । দিয়াছে হৃদয়ে মম নিদারূণ ব্যথা । তোমার সাক্ষাতে এই প্রাণ পরিহরি ॥ উচিত বিচার যেন করেন বিধাতা ॥ উত্তপ্ত বালুক ক্ষেত্রে ঢালে কলেবর । মধাত্ত্বে প্রচণ্ড তাপ ঢালেন মার্ভণ্ড । কিন্তু কিবা আশ্চৰ্য্য ঘটনা অতঃপর ॥ ভক্তে ছায়া দিল আসি মেঘ এক খণ্ড ॥