পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 ه د ) তাড়া দিলে যায় দূরে, ফিরিলে আবার ফিরে, ছুটিলে ছুটিবে পাছে পাছে ॥ হইল বিষম জ্বালা, ছিড়িয়া রুদ্রাক্ষ মাল, অভিশাপ দিল হরিদাস । হরিনাম যে শুণায়, তারে যেন সাপে খায়, তিন দিনে হয় বংশ নাশ ॥ শাপে কবে ছেলে ডরে, চারিদিকে ঘুরে ফিরে, হরিধ্বনি করে উচ্চৈঃস্বরে । বিষম বিভ্রাটে পড়ি, হরি গেল পাড়া ছাড়ি, লুকাইল যবন কবরে । পুত্র অাছে অনশনে, সহেন মায়ের প্রাণে, তৃতীয় প্রহর গত প্রায় । নড়ি হাতে গুড়ি গুড়ি, খুজিয়া বেড়ায় বুড়ী, বলে, হরিদাস ঘরে আয় ॥ হরি শব্দ মা’র মুখে, শুনিয়া উঠিল রূখে, সমাধি মন্দির পরিহরি । মুকটি উঠায়ে ছুটে, নয়নে অনল উঠে, বুড় মা’রে, মারে বুঝি ধরি। গালি দিয়া বলে হরি, মা, হয়ে হইলি অরি, বিধিতে এসেছে। কাণে শূল । পেয়ে মোরে কচি ছেলে, ঐ নাম রেখেছিলে, তুমি যত অনর্থের মূল ।