পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( yo & দিবো তার প্রতিশোধ মানিবোনা অনুরোধ, পাঠাবো নরকে এক ঘায় । পক্ষপাত ধৰ্ম্মপথে, করিবোনা কোন মতে, তবে ধৰ্ম্ম থাকিবে বঙ্গয় ॥ ফিরাইয়! নাম রাখ, শিবদাস বলে ডাক, তাহলে এখনো প্রাণ বাঁচে । এসে আমাদের দলে, রুদ্রণক্ষ পরই গলে, তিলক মন্দির। ফেল মুছে । শুনে বুড়ী পাছে হাটে, হরিদাস মাঠে মাঠে, দ্রুতগতি চলে অতি রাগে । গ্রাম্য পথে দিনমানে, যাষ্টতে সন্দেহ মনে, ছেলেরা তাবার যদি লাগে । কাপালিক বেশ ধরি, সাজিয়াছে বেশ হরি, সাত ছড়া রুদ্রাক্ষ গলায় । ক্ষুধায় উদর জ্বলে, দিবা অবসান কালে, দাড়াইল অশ্বথ তলায় ॥ বিদেশী পথিক পপে, ভক্ষ্য ভিক্ষা দেয় হাতে, কলা মূলা যাহা পায় খায় । আনন্দে উথলে ঠিয়া, নাচে কর তালি দিয়া, “হর হর বোম্ বোম্" গায় ॥ বাধে গোল এই স্থলে, কত গুল! বেশ্যা মিলে, এই পথে পূজা দিতে যায় ।