পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७०१ ) সৰ্ব্বাগ্রে তোমার শিষ্যা, তার পর হই বেশ্য, ভেকে ভক্তি হইল পশ্চাৎ । পূর্ণ সৰ্ব্ব অভিলাষ, সাধু সঙ্গে স্বৰ্গ বান, সকলি তোমার প্রসাদাং ॥ কৈশোরে বৈরাগ্যে মতি, জ্বালিয়। কলঙ্ক বাতি, পতি মুখ পোড়ায়ে কৌতুকে । ঘুণ লজ্জা পরিহরি, তত্ত্বজ্ঞান পথ ধরি, নির্জন বাসিনী হাস্য মুখে ॥ দয়। মায়া আদি করি, সাধনের যত অরি, দুপায়ে দলিয়া কুতুহলে । স্বর্গের সোপান খুলে, নিয়ে যাই পালে পালে, সংসার বিরাগী যত ছেলে ॥ নীলাম্বরে প্রেমদাসী বদন আবরি । নিরখে বঙ্কিম নেত্রে গুরুর মাধুরি । উঠিল হাসির ছটা বসন উজলি । সজল জলদে যেন চমকে বিজলি ॥ মৰ্ম্ম বুঝি হাসির গুরুর চক্ষু স্থির । ভাবে মনে এবিপদে করি কি ফিকির ॥ মশাহেরা দেয়, লক্ষ্মীছাড়া শিষ্য নয় । মন্ত্র পাছে ফিরে দেয় সেই বড় ভয় |