পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ه د د ) বশীভুত হবে যেন গৃহজাত পশু । কলপ লাগায়ে কেশে বৃদ্ধ হবে শিশু ॥ থাকে যদি কেহ হেন বিকট বিদ্বান । প্রত্যক্ষ-দর্শন বিনা মানে না প্রমাণ | সম্পর্কের তর্ক বাধে জনকের সহ । শুনা কথা বাদ দেয় জিনিতে কলহ ॥ কঠোর বিশ্বাসী, যার এহেন প্রকৃতি । করিবে না অবিশ্বাস তোর বাক্য প্রতি ॥ এ-বাক্য আমার কভু হবেন অন্যথা । তোমারে ভাবিবে তারা সাদ্ধী পতিব্ৰত ॥ আছাদে অধীরা মাগী বলে ধীরে ধীরে । কি জন্য যাইবো তার গোবিন্দ মন্দিরে ॥ যা-কিছু এনেছি তার পূজা আয়োজন । এই স্থানে ওচরণে করিনু অপৰ্ণ ॥ জীয়ন্ত দেবতা তুমি, তিনি তো পাথর । মন বুঝে কারে তিনি দেন হেন বর ॥ প্রণাম করিয়া বেশ্য বিদায় হইল । হরি ভাবে, যাম দিয়া জ্বর ছেড়ে গেল । -e<Ce= পূজার সামগ্ৰী গুলি, হরি নিল বস্ত্রে তুলি, রাধাকাস্তে অঙ্গুষ্ঠ দেখায় ।