পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১১ ) হইয়াছে যা হবার, কি আর খাতির তার ফঁাকে ফাকে অন্য পথে যায় ॥ যেতে যেতে উচ্চঃস্বরে, বলে তারে গৰ্ব্বভরে, বঞ্চিত হইলে নিজ গুণে । দেখ কত খাদ্য দ্রব্য, ক্ষীর ছানা আদিগব্য নিয়ে যাই বাপার সদনে ॥ তাভিমানে মতিচ্ছন্ন, হরি হরে ভাবে ভিন্ন, একে নিন্দে তন্যে করে স্তুতি । তথাপিও দয়াময়, হরিরে বিরূপ নয়, কেমনে বুঝিব তার গতি ॥ নাস্তিক বৌদ্ধকে বধি, উদয়ন গুণনিধি, যখন গেলেন নীলাচলে । প্রবেশ নিষেধ তার, রুদ্ধ হলো পুরদ্বার, দরশন হলোনা কপালে | উদয়ন অনশনে, হত্যা দেন ক্ষুব্ধ মনে, তিন দিন পুরির বাহিরে । স্বপ্নে কন নারায়ণ, বৃথা কেন আকিঞ্চন, পাবে না দর্শন, যাও ফিরে । ভূমি পাপী ব্রহ্মঘাতী, জ্ঞান গরিমায় মাতি, করিয়াছে। বড়ই কুকৰ্ম্ম । ব্রাহ্মণে পৰ্ব্বতে তুলে, পড়িতে মন্ত্রণা দিলে, ছি ছি! এ-কি ব্রাহ্মণের ধৰ্ম্ম ? ॥