পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ** २ ) বলিলে ঈশ্বরোনাস্তি, জানিতে যাহয় শাস্তি, তবে কেন বলালে তা তারে | অবোধ ব্রাহ্মণ আহা ! বিশ্বাসে করিল তাহp প্রাণ দিল অজ্ঞান অাধারে । তুষানলে পাপ ক্ষয়, এই জন্মে যদি হয়, পর জন্মে আসি ও এখানে । এখন হবে না দেখা, পার হয়ে স্বর্ণ রেখা, কাশী যাও জ্ঞান আম্বেষণে ॥ জ্ঞান-গরিমা-তাম্বুধি, উদয়ন তর্ক নিধি, ক্ৰোধে বলে, শুন তো ঠাকুর । নাস্তিক পাষণ্ড জনে, ব্রাহ্মণ বল কেমনে ? {लोन्नभ१ দারুণ অসুর ॥ সম্পূর্ণ বেদ-বিরোধী, একি কথা শুননিধি । তব মুখে হইল প্রচার । বেদ বিধি কৰ্ম্ম ক্রিয়া, উড়াইল তুড়ি দিয়া, হেন বৌদ্ধ ব্রাহ্মণ তোমার । লোপ হয়েছিল সব, ডুবিতো তব গৌরব, আমি এসে করেছি উদ্ধার । বিচারে পরাস্ত করি, রেখেছি তোমার পূৰি - তার বুঝি এই পুরস্কার ।