পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৩ ) শ্ৰীহরি সদয় হয়ে বলেন আবার । কোথায় শিখিলে বাপু ! এমন বিচার ? ] কেবলে সন্তুষ্ট আমি হই উপকারে । অপকারে কোন কালে নষ্ট করি কারে ॥ নাস্তিক আস্তিক বৌদ্ধ কিছুই জানি না । হৃদয়ে যে ভাবে মোরে তারি অামি কেন ॥ এ-জগতে নাস্তিক হইতে সাধ্য কার P । “আণছি কিম্বা নাই” এই চিন্তা সদা তার ॥ ভেলে দেখ সেই তার অণন্তরিক তপ । নয়ন মুদিয়া করে কুমার নাম জপ । নিদ্রা ভঙ্গে উদয়ন ভাবিয়া অস্থির । তুষা নলে দগ্ধ করে আপন শরীর ॥ তাই বলি কেবা বুঝে কিবা সুক্ষ্ম তত্ব । শিবময় গুণত্রয় তমরজ স্বত্ব | বরঞ্চ পাপীর প্রতি বেশী দয়া তার ! কাতর হৃদয়ে যদি ডাকে এক বার ॥ হরির সম্বন্ধে দেখ প্রত্যক্ষ প্রমাণ । স্বপনে শ্রীহরি তারে দিলেন সন্ধান ॥ মরি কিবা খেলা তার যাই বলিহারি । গুরু হয়ে সিদ্ধ মন্ত্র দিলেন মুরারি ॥ ধারণা হবে না ইহা অভক্তের মনে । বাধাবে বিষম গোল, তক সমর্থনে ॥