পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( وي د د ) ঘরের দেবতা সহ ঘরাও বিবাদ । সেই অভিমানে মজি করিনু কুকাজ । হাতে পেয়ে বাপা পাতিলেন মায়া ফাদ ॥ কে জানে তাহার হেন কুটিল মেজাজ ॥ কে জানে জানেন তিনি এমন মোহিনী । তাহলে কি আসিতাম ত{হার নিকটে । য। চাই তা দেন, যেন কত কেলে ঋণী ॥ স্বপ্নে দেন মহৌষধ পড়িলে সঙ্কটে ॥ স্বপ্নে দেখালেন খুলে ভবিষ্যৎ দ্বার । দেখিলাম ধুধুকার মহা ভয়ঙ্কর । এক ফেলে পলাইল পুত্র পরিবার ॥ কান্না দেখে কোলে তুলে নিলেন সত্বর ॥ আনিলেন হেন দেশে মরি কি মাধুরি । ভুলেছিল ভোলা মন কুহ কে র্তাহার । উঠিতেছে চারিদিকে আনন্দ লহরি ॥ সে দেশে রজনী নাই আশ্চর্য্য ব্যাপার ॥ স্থান ভাল বটে কিন্তু তবু কে দে মরি । প্রেয়সীর মুখ-শশী দেখিতে পাবোন । সোনার সংসার ফেলে হবে। দেশান্তরি } য। থাকে কপালে হবে, আমি তে। যাবোন ।