পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( s ) দেখিয়া কলির কাজ শিব দয়াময় । অবোধ জীবের প্রতি হলেন সদয় ॥ প্রস্তর মুরতি ধরি মাঠে বৃক্ষ মূলে । বসিলেন সদানন্দ বিজন বিরলে ॥ প্রথমে দিলেন দেখা, গোপ-বাল-দলে । নাজানি দেখিল তার কোন পুণ্যফলে ) অপার বাপার লীলা বুঝিবো কেমনে । মাখ মাখি ধুলা খেলা রাখালের সনে ॥ যোগীন্দ্র মুনীন্দ্র র্যারে ধ্যানেতে না পায় । রাখালে র্তাহার শিরে ধান কুটে খায় ॥ মস্তকে হইল ক্রমে গভীর গহবর । কেজানে তথাপি কিসে আণনন্দে বিভোর } হাড় জ্বলি যায় শুনি রাখালের খেলা । তাই তারে বলি ক্ষেপ। মহেশ্বর-ভোলা ॥ নতুবা কি বুৰি কিব। ঈশ্বরের কার্ষ্য । হৃদয় কন্দরে যার দয়া অনিবাৰ্য্য ॥ অর্ষ্য বলি লন সেই কোট। ধান গুল । হামুক পাষণ্ড কিন্তু তার এই লীলা ॥ ভাগ্যবর্তী ধবলাঙ্গী সুরভী তথায় । বরষিল ক্ষীর ধারা বাপার মাথায় ॥ তাড়া দিলে নাহি ফিরে না গুনে বারণ । কি কাজ দোক্ষরী কিব। বৎস প্রয়োজন ।