পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২১ ) গুপ্ত পথে হরিদাস গেল ভোরে ভোরে । জানিল কেবল তার স্থবির জননী । কেঁদে বলে কোথা হে ! দয়াল চিন্তামণি ॥ কাটাকাটি ঘটে বুঝি কাঠালের তরে । বুড়ী জানে বড় ছেলে বিষম গোঙার । রেখেছে কাঠাল সেই কাটা পালা ঢেকে । গাছ-পাক হলো কিন। নিত্য টিপে দেখে ॥ রাধাকাস্তে দিবে এই বড় বাঞ্ছ। তার ॥ শ্রদ্ধা ভক্তি দুভায়ের একই সমান । বড়'র বাড়ার ভাগ তাছে সেই গুণ । শিশুকাল হতে ইনি গাজায় নিপুন ॥ টানে টানে স্বরস্বতী কণ্ঠে অধিষ্ঠান ॥ বিগ্রহে অচল। প্রেম কিন্তু এক-রেখা । মত ভঙ্গ হইলে গুরুর কাটে মাথ । লোকে ভাবে সেই ভয়ে নিৰ্ব্ব কি দেবতা ৷ সব মুখ তার চক্ষে তিনি বিজ্ঞ এক । বিশেষে বিচার বুদ্ধি অতি চমৎকার । সৰ্ব্বস্ব সামগ্রীতার গাজ। কাট ছুরি । দৈবে কোন ছেলে তাই করিয়াছে চুরি । ক্ষণ মাত্রে পাড়ায় উঠিল হাহাকার ॥ ( ذ د )