পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( s२२ ) ভাবিয়া চিন্তিয়। শিশু করিল উপায় । চুপে চুপে ছুরিখানি আনিয়া যতনে । দারু প্রতিমার নীচে রাখিল গোপনে ॥ চোরা মাল রেখে গোরা ঠেকিলেন দায় ॥ অতীত মেীতাতকাল রাগে গরগর । প্রভুর চরিত্র দেখে হইল বিরক্ত । বিগ্রহের প্রতি চায় নয়ন অণরক্ত ॥ আস্ফালনে কঁাপে তার দারু কলেবর ॥ রাগ ভরে টানে ধোরে দুখানি চরণ । শক্তি-হীন জীর্ণ-তনু ভাঙ্গিল আঙ্গুল । হায় হায় করি ধায় যত ভক্ত কুল ৷ হাতে পায়ে ধোরে সবে করিল বারণ ॥ সেই প্রেমদাস আজ প্রত্যুষে উঠিল । গাজায় অনল দিয়া লাগাইল টান । কলিকায় দপ দপ অগ্নি দীপ্তমান ॥ নিকটে কাঠাল গাছে আলোক ছুটিল ॥ সপল্লব কাপে শাখী প্রাতঃ সমীরণে । পাতার শিশির যেন ঝরে অশ্রু নীর । বক্ষ মধ্যে ছিন্ন ব্লন্তে গলিছে রুধীর ॥ বায়ুযোগে ঘনশ্বাস বহে ক্ষণে ক্ষণে ॥