পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( >२8 ) দয়া করি মরা ছেলে দিয়াছেন ফিরে । সমানে খাবেন পূজা যত দেব দেবী । ফকীরের হাতে শীৰ্ণি পাবে ওলাবিবি ॥ না হলে যে দ্বেষ৷ দ্বেষি ঘটে পরম্পরে ॥ বড়ই হিংসক এই দেবতার জাতি । মিলে মিশে পূজা খেতে কেহই জানেন । ঘরের প্রভুর আরো বেশী কুমন্ত্রণা ৷ জ্বলিয় উঠেন শুনে বাপার স্থখ্যাতি ॥ রাগে গর গর, কাপে থর থর, মর মর মাগি ; বলে মা’রে । কুলে কুলাঙ্গার, হরে দূরা চার, কারধন দেয় নিয়ে কারে ॥ পিযুষ রসাল, তেমন কঁঠাল, খায় কি ধুতুরা খোরে । ছেড়া ঝুলি কাথা, সাপের পইতা, কে-বলে দেবত৷ তারে M কেবা বলে যোগী, উলঙ্গিনী মাগী, বুকে উঠে লাথি মারে । শুধু গাজা খেলে, বুদ্ধি যায় খুলে, তাতে কেবা দোষ ধরে ।