পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৫ ) ভাঙ্গ গুলে খায়, ধুতুরা মিশায়, তাই পাগলামী করে । হলাহল খায়, ঢলিয়া ঢলায়, অন্য হলে যায় ম'রে ॥ কিবা জাতি জন্ম, নাহি ধৰ্ম্ম কৰ্ম্ম, শ্মশানে মশানে ফেরে । দেবে না ডরায়, অগ্রভাগ খায়, কে-জানে কিসের জোরে ॥ তাতে তো ডরিনে, ভেস্কিতে ভুলিনে, যা-পারে করুক মোরে । হরে কুলাঙ্গারে, করাতের ধারে, বোনাইবো জটে ধোরে । ছুরি হাতে প্রেমদাস উৰ্দ্ধশ্বাসে ধায় । হরির শরীর আজ হবে শির শূন্য । মা দিল সন্ধান কয়ে আর কোথা যায় } স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী বলে এই জন্য । “কেটোনা কেটোনা” বাবা ; করি কৃতাঞ্জলি । বলিতে বলিতে বুড়ী পাছে পাছে ছুটে । দাতে কুটা করি তোরে কাতরেতে বলি । কাট। কাটি করিয়া উঠোন। ফালি কাঠে ।