পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ २७ ) “রে দুষ্টে । জঠর তোর নরক সঙ্কল । জনমিল তাতে এই কীট হরি দাস । তারে কেটে নিস্কলঙ্ক করি পিতৃকুল ॥ তার পর তোরে আমি করিবো বিনাশ ॥ মুখ দেখে পাপ হয় শীঘ্ৰ যাও দূরে ! স্ত্রী-পুত্র জননী ভাই কিছুই না চাই । রাধাকান্ত কার্য্যে যদি প্রাণে যাই মরে } কোন তুচ্ছ ফাশি কাঠ ! যমে না ডরাই ॥ হর্তা কর্তা রাধাকান্ত আমি তার দাস । গড় গড়ি যায় যম তার শ্রীচরণে । র্তার ফল খায় যদি ক্ষেপ। কৃত্তিবাস ॥ কি ফল হইবে অার শরীর ধারণে ॥ বক্ষে ধরি শ্ৰীকান্তের শ্ৰীপদ দুখানি । বিশ্ব ছাড়ি যাবে চলি অতি দূর দেশে । নাহি যথা ভূমণ্ডল চন্দ্র দিনমণি ॥ রচিবো নূতন বিশ্ব পদরেণু লেশে । বলিতে বলিতে তথা বিধির বিপাকে । চমকিল প্রেমদাস থমকি দাড়ায় । হঠাৎ গাজার গন্ধ প্রেবেশীল নাকে ॥ উড়ে গেল হরি ভক্তি চারি দিকে চায় ॥