পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ २ty ) তাই বা কেমনে বলি হায়রে কপাল । দায়ে পড়ে আজ তব পদে অনুগত । শ্ৰীপদে ইস্তফা দিয়া ঘটায়েছি কাল ॥ কোন মুখে মাগি পুনঃ বর অসঙ্গত ॥ তব পদে আন্তরিক ভক্তি তো ছিল না । সেই পাপে প্রথমে ধরিল শূল ব্যথা । তবু কেন দয়া হলো আমি তা জানি না । বড় লজ্জা হয় দেব ! তুলিতে সে কথা ॥ জানিয়াছি স্বভাবতঃ তুমি দয়াময় । পায়ে ধরি সেরূপ স্বভাব ভুলে যাও । আশীৰ্ব্বাদ কর যাতে শীঘ্ৰ মৃত্যু হয় ॥ মরিলে এড়ান পাই মারিয়া বাচাও ॥ বাধিল বিরোধ মম রাধাকান্ত সহ । করিয়াছি তার পায় বহু অপরাধ । তাই বলি কাজ নাই কোন্দল কলহ ॥ কৃষ্ণ রূষ্ট যারে তার জীবনে কি সাধ । অনুগত রক্ষা করা তোমার অভ্যাস । তাতেই সতর্ক করি থাকিতে সময় । পাতকী কীটামু কীট কপট এ দাস ॥ হেন জনে বঁাচাইলে কিবা ফলোদয় ॥