পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( t ) অগ্ৰে দিল আচৰ্ব্বিত নব-দুৰ্ব্বাদল । নিরখি পশুর পূজা মুগ্ধ আখণ্ডল ॥ নিজে করিলেন মহা পূজা আয়োজন । মেঘের চাদোয়া অগনি খাটান পবন ॥ নামিল জল-কুঞ্জর ভাগীরথী বক্ষে । শুণ্ড দোলাইয়। জল তুলে অন্তরীক্ষে ॥ জলস্তম্ভ মত তাহ। বড় চমৎকার । একালে হইলে “পম্প নাম হতো তার ॥ পম্প, স্তম্ভ, যে যা বলে ক্ষতি নাই তায় । ঢালিল বিমল ধারা বাপার মাথায় : আ হেলাদে পবন দেব না চিয়া নাচিয়া । নব নব বিলুদল দিলেন ঢালিয়া ॥ গাছে গাছে বেড়াইয়। নানা ফুল তুলি । মহেশের পাদোপাস্তে দেন পুষ্পাঞ্জলি ॥ হাস্যমুখে অস্বরে গম্ভীরে কাদম্বিনী । বাজায় মৃদঙ্গ যন্ত্রে “বোম বোম্" ধ্বনি ॥ বিদ্যুৎ দ্বীপক-মালা স্বহস্তে লইয়। । আরতি করেন ইন্দ্র শূন্যে দাড়াইয়া ॥ তুষ্ট হয়ে ইন্দ্ৰে বাপ। দিলেন বিদায় । বলিলেন কাজ নাই এরূপ পূজায় ॥ ঘটাইল কলিরাজ বিষম জঞ্জাল । ইচ্ছ। তাই মহীতে রহিতে কিছুকাল ॥