পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) రిల ) রাখিতে তোমার মান, করিয়াছি পণ । দিতে হয় দিবে। প্রাণ, আছে যতক্ষণ ॥ বিরোধের মূলীভুত, তুমি হে মুরারি । তবু মন অনুগত ফিরিতে না পারি ॥ মজি ঘোর অভিমানে, কাল হাত ধোরে টানে, ছাড়াইয়। নিয়ে যেতে চায় । কিন্তু সেই কাল-হাত, শাদা হলো অকস্মাৎ, ছি ! ছি ! বলি, হাত ধুতে যায় ॥ ফিরে এসে দেখে শুনে, সুবর্ণ বলয় চিনে, কাল ভুজ ধরিল কষিয়া । তা বার হইল শাদ, লাগিল বিষম ধণ ধ1, মাথা ধরি পড়িল বসিয়া । রথ পরিশ্রম সার, ফিরে ফিরে বার বার, ধরে কাল শাদা হয় শেষ । অধোমুখে প্রেমদাস, ভাবে এ কি সৰ্ব্বনাশ, এ—কেমন মায়াময় দেশ | এসব ভেল্কির খেল, ভোজবাজি জানে ভোল}, গলে তার চণ্ড লের মুণ্ড । ঘরণী রাক্ষসী জায়।. নাম তার মই মায়, মুখ মেলি গরাসে ব্রহ্ম ও দ্র মন্দিরের এক পা শ্বে মোহাম্ভ প্রশান্ত । নীরবে দেখেন বসি লীলা আদ্যোপাস্ত ॥ ( : २ )