পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૭ ) এরূপে প্রচ্ছন্ন ভাবে দিন গত হয় । ভাবিলেন কার প্রতি হবেন সদয় ॥ নন্দীরে দিলেন আজ্ঞা লইতে সন্ধান । মাঠ পারে পল্লি-গ্রামে কেব। পূণ্যবান ॥ নাস্তিক তুলিবে তর্ক এই কথা শুনি । তবে নাকি শঙ্কর সর্বজ্ঞ চুড়ামণি ॥ স্বয়ং সাপ্রকাশ যদি সবার অস্তরে । তবে কেন তত্ত্ব নিতে পাঠান অপরে ॥ ভক্ত বিনা এ-মৰ্ম্ম বুঝে না অন্যজনে । আদেশ পালনে কত সুখ হয় মনে ॥ বাড়াতে ভক্তের মান তিনি চিরদিন । অকারণে হতে চান ভক্তের তাপীন । নতুবা ব্রহ্মাণ্ড প্রতি লোম কুপে র্যার । র্তার অগোচর বিশ্বে কোন সমাচার ॥ আনন্দে চলিল নন্দী গ্রাম অভিমুখে । প্রথমে ব্রাহ্মণ-পল্লী সাবধানে দেখে ॥ ছদ্ম-বেশ ক্লিষ্ট কায় কটিতে কেীপীন । ক্ষীণ কণ্ঠ জ্বরাজীর্ণ নন্দী দিন হীন ॥ অতি কষ্ট্রে বিপ্র গৃহে যায় যষ্টি ভরে । “অভুক্ত অতিথি’ বলি দাড়াইল দ্বারে । * *হবেন। এখানে, ফিরে দেখ অন্য ঠাই । প্রসব হয়েছে গাভী ভিক্ষা দিতে নাই ॥