পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( br ) - সুশিক্ষা পাইয়া নন্দী অতিথি সৎকারে । ধীরে ধীরে যায় চলি রাজ-দরবারে ॥ নবাবী আমল কাজি করে রাজ-কাজ । কাবা চাপকান গায়ে শিরে সাচা-তাজ । অনুগত প্রজা পুঞ্জ পুরা এজলাষ । যবনের মুখে হাসি কাফের নিরাশ । বগলে আইন বই উকীল মোক্তণর । অতি সূক্ষ্ম চুল চের। কাজির বিচার ॥ গুড় গুড়ি নল মুখে তাকিয়া হেলান । ইত্যাদি অনেক বিচারের অনুষ্ঠান ॥ অপুত্র। ষোড়শী বাল। বিধবা শৈশবে । গন্ড বর্তী সম্প্রতি সে, বুঝি অনুভবে ॥ শাশুড়ী দেবর সহ জ্ঞাতি বন্ধু মিলে । কেড়ে নিল পতিধন এই তুচ্ছ ছলে ॥ কাজি বলিলেন, তুমি নেকী কর আগে । পাইবে পতির ধন এক অানা ভাগে ॥ “হিন্দুবালা নেকা নাই’ বলিল উকীল । দ্বিচারিনী হয়েছে, পাবে না এক তিল ৷ বিধবা- বিবাহ-বিধি ছিলন। সে কালে । রাগে গর গর কাজি পুনরায় বলে ॥ সৰ্ব্বস্ব পাইবে তবে বিধবা রমণী । হেঁদুর ব্যবস্থা পুথি আমি খুব জানি ॥